বলিউডে এখনও অভিষেক না হলেও কাজল ও অজয় দেবগনের কন্যা নাইসা দেবগন ইতিমধ্যেই রীতিমতো চর্চিত নাম। প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় নৈশভোজ করতে দেখা যায় তাকে, যা নিয়ে নানা গুঞ্জন ছড়ায় সামাজিক মাধ্যমে। কয়েকটি ভিডিওতে নাইসাকে মাদকাসক্ত হিসেবে তুলে ধরেছেন কিছু নেটিজেন, যদিও তার সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাইসার ব্যক্তিগত জীবন নিয়ে এবার খোলামেলা কথা বলেন তার মা, জনপ্রিয় অভিনেত্রী কাজল। মায়ের কাছে প্রেমের বিষয়ে পরামর্শ চাইলেও বাবা অজয় দেবগনের সামনে প্রেম নিয়ে কথা বলার সাহস নাই নাইসার, এমনটাই জানালেন কাজল।
কাজল বলেন, ‘নাইসা প্রেমের বিষয়ে আমাকে সব জানায়। তবে অজয়কে কিছু বলার সাহস ওর নেই। আমি মজা করে বলি, যদি নাইসা ওর প্রেমের কথা বাবাকে বলে, তাহলে অজয় বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে!’ তিনি আরও যোগ করেন, ‘আমি চাই নাইসা নিজের মতো করে জীবন উপভোগ করুক। তবে সীমার মধ্যে থেকে, দায়িত্বশীলভাবে।’
সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়েছিল— প্রেম-ভালোবাসার বিষয়ে ছেলেমেয়েরা কার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? উত্তরে কাজল বলেছিলেন—আমি নিশ্চিত, নাইসা কখনই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়তো অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে— ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো’। এই ভেবেই বাবাকে নিজের প্রেম-জীবনের কথা বলার সাহস পান না নাইসা।
তবে ছেলে যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে তার সঙ্গেই প্রেমসংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করে। যুগের বয়স এখন ১৪ পেরিয়েছে। কিশোর বয়সের প্রেম নিয়ে কোন কথা বলে সে?—এমন প্রশ্নের উত্তরে অজয় বলেছিলেন— হ্যাঁ, ও আমার সঙ্গে সব আলোচনা করে। আমরা পরস্পরের সঙ্গে খুব খোলামেলা থাকি।
উল্লেখ্য, কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা আপাতত বিদেশে পড়াশোনা করছেন। বলিউডে তার আগমন নিয়ে বহুবার গুঞ্জন উঠলেও, এখন পর্যন্ত অভিনয়ে নাম লেখাননি তিনি। কাজল এখন তার পরবর্তী সিনেমা ‘মা’ নিয়ে ব্যস্ত। এই ভৌতিক সিনেমায় কড়া মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে অজয় দেবগন ব্যস্ত ‘রেড ২’ সিনেমা নিয়ে।