ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’কে পেছনে ফেলে শীর্ষে ‘সি ইউ অ্যাগেইন’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত পাঁচ বছর ধরে ইউটিউবের শীর্ষ স্থানে ছিল দক্ষিণ কোরিয়ার আলোচিত গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানটি। তবে এখন আর এটি শীর্ষে নেই। গ্যাংনাম স্টাইলকে টপকে আমেরিকার র‌্যাপ সিঙ্গার ওইজ খলিফা এবং চার্লি পুথের গাওয়া ‘সি ইউ অ্যাগেইন’ গানটি এখন ইউটিউবের শীর্ষ স্থানে রয়েছে।

ইউটিউবে গ্যাংনাম স্টাইল গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ২,৮৯৫,৮৭৪,৬১২ বার। অপরদিকে ‘সি ইউ অ্যাগেইন’ গানটি দেখা হয়েছে ২,৯০১,২৫৮,৮২৭ বার। ‘সি ইউ অ্যাগেইন’ গানটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭ মুভিতে গাওয়া হয়েছিল। গানটি ছবিটির অভিনেতা পল ওয়াকারকে উৎসর্গ করে তৈরি করা হয়।

গ্যাংনাম স্টাইল গানটির ভিডিও-

 

 

সি ইউ অ্যাগেইন গানটির ভিডিও-

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’কে পেছনে ফেলে শীর্ষে ‘সি ইউ অ্যাগেইন’ !

আপডেট সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

গত পাঁচ বছর ধরে ইউটিউবের শীর্ষ স্থানে ছিল দক্ষিণ কোরিয়ার আলোচিত গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানটি। তবে এখন আর এটি শীর্ষে নেই। গ্যাংনাম স্টাইলকে টপকে আমেরিকার র‌্যাপ সিঙ্গার ওইজ খলিফা এবং চার্লি পুথের গাওয়া ‘সি ইউ অ্যাগেইন’ গানটি এখন ইউটিউবের শীর্ষ স্থানে রয়েছে।

ইউটিউবে গ্যাংনাম স্টাইল গানটি এ পর্যন্ত দেখা হয়েছে ২,৮৯৫,৮৭৪,৬১২ বার। অপরদিকে ‘সি ইউ অ্যাগেইন’ গানটি দেখা হয়েছে ২,৯০১,২৫৮,৮২৭ বার। ‘সি ইউ অ্যাগেইন’ গানটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭ মুভিতে গাওয়া হয়েছিল। গানটি ছবিটির অভিনেতা পল ওয়াকারকে উৎসর্গ করে তৈরি করা হয়।

গ্যাংনাম স্টাইল গানটির ভিডিও-

 

 

সি ইউ অ্যাগেইন গানটির ভিডিও-