৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী শিশু রুবিনার ধর্ষন ও হত্যার বিচারে মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী শিশু রুবিনার ধর্ষন ও হত্যাকারী হুমায়ন বাঙ্গাল ও সহযোগী আরজিনার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি । আজ বিকাল ৫ ঘটিকার সময় রেললাইন থেকে শুরু করে রেল ষ্টেশন প্লাটফরমের উপর দিয়ে মানববন্ধনটি রেলবাজার গিয়ে এলাকাবাসি ও বিক্ষুদ্ধ জনতা স্লোগান দিতে থাকে রুবিনার ধর্ষন ও হত্যায় হুমায়ন বাঙ্গাল ও সহযোগী আরজিনার বিচার ও ফাঁসি চাই । এরপর এলাকাবাসি সব রোড আটকে দেয় পরে পুলিশ এসে এলাকাবাসিকে বুঝিয়ে রোড ক্লিয়ার করে পরে মানববন্ধনটি শহীদ আবুল কাসেম সড়ক ও কবরী রোড হয়ে নিজ এলাকা গোরস্থান পাড়ায় এসে মানববন্ধনটি শেষ হয় ।

গত মঙ্গলবার গোরস্থান পাড়ার রবির মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী শিশু রুবিনাকে নিজ বাড়িতে আমগাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার করা হয় । এলাকার সবাই প্রথমে বলছিল এটা আত্নহত্যা কিন্তু যে আমগাছের রুবিনার মরা দেহ ঝুলে ছিল সেখানে রুবিনার দুই পা মাটির সাথে ঠেকে ছিল তা সবার মনে সন্দেহ হয় । এলাকাবাসি সূত্রে জানা যায় লাশের ময়নাতদন্ত করতে হুমায়ন বাঙ্গাল ও আরজিনা বাধা দিচ্ছিল ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী শিশু রুবিনার ধর্ষন ও হত্যার বিচারে মানববন্ধন !

আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

৩য় শ্রেণীর মেধাবী ছাত্রী শিশু রুবিনার ধর্ষন ও হত্যাকারী হুমায়ন বাঙ্গাল ও সহযোগী আরজিনার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি । আজ বিকাল ৫ ঘটিকার সময় রেললাইন থেকে শুরু করে রেল ষ্টেশন প্লাটফরমের উপর দিয়ে মানববন্ধনটি রেলবাজার গিয়ে এলাকাবাসি ও বিক্ষুদ্ধ জনতা স্লোগান দিতে থাকে রুবিনার ধর্ষন ও হত্যায় হুমায়ন বাঙ্গাল ও সহযোগী আরজিনার বিচার ও ফাঁসি চাই । এরপর এলাকাবাসি সব রোড আটকে দেয় পরে পুলিশ এসে এলাকাবাসিকে বুঝিয়ে রোড ক্লিয়ার করে পরে মানববন্ধনটি শহীদ আবুল কাসেম সড়ক ও কবরী রোড হয়ে নিজ এলাকা গোরস্থান পাড়ায় এসে মানববন্ধনটি শেষ হয় ।

গত মঙ্গলবার গোরস্থান পাড়ার রবির মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী শিশু রুবিনাকে নিজ বাড়িতে আমগাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার করা হয় । এলাকার সবাই প্রথমে বলছিল এটা আত্নহত্যা কিন্তু যে আমগাছের রুবিনার মরা দেহ ঝুলে ছিল সেখানে রুবিনার দুই পা মাটির সাথে ঠেকে ছিল তা সবার মনে সন্দেহ হয় । এলাকাবাসি সূত্রে জানা যায় লাশের ময়নাতদন্ত করতে হুমায়ন বাঙ্গাল ও আরজিনা বাধা দিচ্ছিল ।