গানের পাখি নামে পরিচিত এখন হাসনা হেনা!!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

​আনিস মিয়া ময়মনসিংহ প্রতিবেদক:  গান আমার প্রান , ছোট বেলা থেকেই গানকে সংঙ্গী করে নিয়েছে হাসনা হেনা । শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা এলাকার জন্ম হাসনা হেনার । পৌর শহরের গড়কান্দা এলাকার হানিফ মন্ডলের ২ ছেলে ৫ কন্যার মধ্যে হাসনা হেনা সর্বকনিষ্ঠ। বাবা হানিফ মন্ডলের অনুপ্রেরনায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করা অবস্থায় তার কাছ থেকেই সংগীতের তালিম নেন হাসনা।

 

খুব ছোট বেলা থেকেই গান  চর্চা আর যার সুরের মুর্ছনায় সংগীত পিপাসু মানুষ হৃদয়ে প্রশান্তি ফিরে পায় সেই হাসনা হেনা সম্প্রতি সংগীত জগতে বেশ জায়গা দখল করে নিয়েছেন।
ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। যতই দিন যাচ্ছে ততই স্থানীয় অঙ্গন পেরিয়ে জাতীয় পর্যায়ে গানের জগতের এক পরিচিত মুখ হাসনা হেনা।
বিগত ২০১২ সালে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় হাসনা হেনা সেরা দশের মাঝে সপ্তম স্থান অধিকার করেন। বর্তমানে স্টেজ প্রোগ্রামের পাশাপাশি এসএ টিভি ও এশিয়ান টিভিতে গানের শো করে থাকেন। হাসনা জানান, তার বেশ কয়েকটি এলবামের কাজ চলছে। তাছাড়া হাসনার পাওয়ার প্রজেক্ট নামে একটি মিক্সড এলবাম বাজারে পাওয়া যাচ্ছে। হাসনা হেনা স্থানীয় নাজমুল স্মৃতি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করছেন। লেখাপড়ার পাশাপাশি সংগীত জগতে বিশেষ অবদান রাখতে সকলের দোয়া ও ভালবাসা চান গানের পাখি কিশোরী হাসনা হেনা।

ট্যাগস :

গানের পাখি নামে পরিচিত এখন হাসনা হেনা!!

আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭

​আনিস মিয়া ময়মনসিংহ প্রতিবেদক:  গান আমার প্রান , ছোট বেলা থেকেই গানকে সংঙ্গী করে নিয়েছে হাসনা হেনা । শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা এলাকার জন্ম হাসনা হেনার । পৌর শহরের গড়কান্দা এলাকার হানিফ মন্ডলের ২ ছেলে ৫ কন্যার মধ্যে হাসনা হেনা সর্বকনিষ্ঠ। বাবা হানিফ মন্ডলের অনুপ্রেরনায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করা অবস্থায় তার কাছ থেকেই সংগীতের তালিম নেন হাসনা।

 

খুব ছোট বেলা থেকেই গান  চর্চা আর যার সুরের মুর্ছনায় সংগীত পিপাসু মানুষ হৃদয়ে প্রশান্তি ফিরে পায় সেই হাসনা হেনা সম্প্রতি সংগীত জগতে বেশ জায়গা দখল করে নিয়েছেন।
ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। যতই দিন যাচ্ছে ততই স্থানীয় অঙ্গন পেরিয়ে জাতীয় পর্যায়ে গানের জগতের এক পরিচিত মুখ হাসনা হেনা।
বিগত ২০১২ সালে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় হাসনা হেনা সেরা দশের মাঝে সপ্তম স্থান অধিকার করেন। বর্তমানে স্টেজ প্রোগ্রামের পাশাপাশি এসএ টিভি ও এশিয়ান টিভিতে গানের শো করে থাকেন। হাসনা জানান, তার বেশ কয়েকটি এলবামের কাজ চলছে। তাছাড়া হাসনার পাওয়ার প্রজেক্ট নামে একটি মিক্সড এলবাম বাজারে পাওয়া যাচ্ছে। হাসনা হেনা স্থানীয় নাজমুল স্মৃতি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করছেন। লেখাপড়ার পাশাপাশি সংগীত জগতে বিশেষ অবদান রাখতে সকলের দোয়া ও ভালবাসা চান গানের পাখি কিশোরী হাসনা হেনা।