গাজায় একদিনে ঝরল আরো ৪০ প্রাণ

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এ নিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫২ হাজার ৫৩৫ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে রবিবার (৪ মে) এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২৫ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ট্যাগস :

গাজায় একদিনে ঝরল আরো ৪০ প্রাণ

আপডেট সময় : ০৮:৫৪:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এ নিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫২ হাজার ৫৩৫ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে রবিবার (৪ মে) এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২৫ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।