শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

জয় দিয়ে শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই দশম আইপিএল শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার দিবাগত রাতে প্রথমে ব্যাট করে ময়েস হিনরিক ও  যুবরাজ সিংহের ঝড়ো অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জববে ১৯.৪ ওভারের ১৭২ রানে গুটিয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এদিন টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় আরসিবি অধিনায়ক শেন ওয়াটসন। দলীয় ১৯ রানে ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল আরসিবি। তবে ওই পর্যন্তই। পরের ব্যাটসম্যানরা দলের জয়ে সবাই কম-বেশি অবদান করেন। এর মধ্যে হেনরিক ৩৭ বলে ৫২ এবং যুবরাজ ২৭ বলে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৩টি বিশাল ছক্কায়।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রানেই অল আউট হয়ে যায় ব্যাঙ্গালুরু। দলের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানই ২০ উর্ধ্ব ইনিংস খেললেও কেউ সেটাকে বড় করতে পারেনি। ফলে ১৭২ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। এদিন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ওপর ভরসা করেছিল আরসিবি। কিন্তু, ২১ বলে ৩২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কেদার যাদব (১৬ বলে ৩১) কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনি রান আউট হতেই ব্যাঙ্গালুরু আশাও কার্যত শেষ হয়ে যায়।

হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন আশিস নেহরা, ভূবনেশ্বর কুমার ও নবাগত রাশিদ খান। একটি করে উইকেট পান দীপক হুডা ও বিপুল শর্মা।

চোটের এই ম্যাচে খেলছেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। ফলে অধিনায়কত্ব করেন শেন ওয়াটসন। অন্যদিকে এই দলে অন্যতম সদস্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজ চলায় তার খেলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

জয় দিয়ে শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ !

আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই দশম আইপিএল শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার দিবাগত রাতে প্রথমে ব্যাট করে ময়েস হিনরিক ও  যুবরাজ সিংহের ঝড়ো অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জববে ১৯.৪ ওভারের ১৭২ রানে গুটিয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এদিন টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় আরসিবি অধিনায়ক শেন ওয়াটসন। দলীয় ১৯ রানে ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল আরসিবি। তবে ওই পর্যন্তই। পরের ব্যাটসম্যানরা দলের জয়ে সবাই কম-বেশি অবদান করেন। এর মধ্যে হেনরিক ৩৭ বলে ৫২ এবং যুবরাজ ২৭ বলে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৩টি বিশাল ছক্কায়।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রানেই অল আউট হয়ে যায় ব্যাঙ্গালুরু। দলের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানই ২০ উর্ধ্ব ইনিংস খেললেও কেউ সেটাকে বড় করতে পারেনি। ফলে ১৭২ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। এদিন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ওপর ভরসা করেছিল আরসিবি। কিন্তু, ২১ বলে ৩২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কেদার যাদব (১৬ বলে ৩১) কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনি রান আউট হতেই ব্যাঙ্গালুরু আশাও কার্যত শেষ হয়ে যায়।

হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন আশিস নেহরা, ভূবনেশ্বর কুমার ও নবাগত রাশিদ খান। একটি করে উইকেট পান দীপক হুডা ও বিপুল শর্মা।

চোটের এই ম্যাচে খেলছেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। ফলে অধিনায়কত্ব করেন শেন ওয়াটসন। অন্যদিকে এই দলে অন্যতম সদস্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজ চলায় তার খেলা হয়নি।