শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

শেরপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

শেরপুরে অনুর্ধ্ব-১০ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা এলাকায় যুবসমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দলকে হারিয়ে সবুজ দল জয়ী হয়। পরে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান। স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মো. হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুর রেজা জিয়া, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রাশেদ নাজীব।

খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছর ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।

এছাড়া নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া এলাকার মো. মাসুদ বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম ও শিশু-কিশোররা তথ্য-প্রযুক্তির এই যুগে হাডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।

চরশেরপুর গ্রামের হোসনে আরা বেগম বলেন, এ খেলাকে কেন্দ্র করে কিছুদিন থেকে ছোট ছোট ছেলেরা অনুশীলনে নেমেছিল। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিশুদের এমন খেলাধূলার মধ্যে রাখলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। আকবর মিয়া বলেন, ছোট ছোট ছেলেরা খুবই সুন্দরভাবে খেলেছে।

আমরা জুনিয়রদের এমন নান্দনিক খেলা বেশ উপভোগ করেছি। এমন সুন্দর আয়োজন প্রতিবছরই করা প্রয়োজন।

খেলার আয়োজক কমিটির সদস্য নাঈম আহমেদ মনি বলেন, গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই শিশুদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। সামনে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী হাডুডুর অস্তিত্বই যেন হারিয়ে যেতে বসেছে। আমি এমন আয়োজনকে সাধুবাদ জানাই। প্রতি বছর এ ধরনের আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

শেরপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫

শেরপুরে অনুর্ধ্ব-১০ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা এলাকায় যুবসমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দলকে হারিয়ে সবুজ দল জয়ী হয়। পরে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান। স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মো. হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুর রেজা জিয়া, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রাশেদ নাজীব।

খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতি বছর ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।

এছাড়া নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া এলাকার মো. মাসুদ বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম ও শিশু-কিশোররা তথ্য-প্রযুক্তির এই যুগে হাডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।

চরশেরপুর গ্রামের হোসনে আরা বেগম বলেন, এ খেলাকে কেন্দ্র করে কিছুদিন থেকে ছোট ছোট ছেলেরা অনুশীলনে নেমেছিল। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিশুদের এমন খেলাধূলার মধ্যে রাখলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে। আকবর মিয়া বলেন, ছোট ছোট ছেলেরা খুবই সুন্দরভাবে খেলেছে।

আমরা জুনিয়রদের এমন নান্দনিক খেলা বেশ উপভোগ করেছি। এমন সুন্দর আয়োজন প্রতিবছরই করা প্রয়োজন।

খেলার আয়োজক কমিটির সদস্য নাঈম আহমেদ মনি বলেন, গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই শিশুদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। সামনে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী হাডুডুর অস্তিত্বই যেন হারিয়ে যেতে বসেছে। আমি এমন আয়োজনকে সাধুবাদ জানাই। প্রতি বছর এ ধরনের আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।