চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ডলি খাতুন (৪২) নামের এক নারীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
শনিবার (২১ জুন) দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ডলি খাতুন দর্শনা থানাধীন রেল কলোনীর মৃত. কুদ্দুস আলীর স্ত্রী এবং মৃত. ছাত্তার মিয়ার মেয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) সন্ধায় দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রেল কলোনীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে রেল কলোনী এলাকা থেকে ডলি খাতুনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রয়ের নগদ সাড়ে ১০ হাজার টাকাও জব্দ করা হয়।
আটক ডলি খাতুনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।