যাত্রীর রেক্টামে ১৬ সোনার বার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যাত্রীর রেক্টাম থেকে প্রায় দেড় কেজি ওজনের মোট ১৬টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ওই সোনার বার উদ্ধার করা হয়।
শনিবার ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজন মিয়া নামের এক যাত্রী সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারের ফ্লাইট নং- টিআর২৬৫৬ করে বাংলাদেশে আসেন। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি পেশায় কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ আমদানিকারক।

গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি সোনার বারের কথা অস্বীকার করেন। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার রেক্টামে সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। অতঃপর বিমানবন্দরের টয়লেটে যাত্রীর রেক্টাম থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার মোট ওজন ১ কেজি ৬০০ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যাত্রীর রেক্টামে ১৬ সোনার বার !

আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

যাত্রীর রেক্টাম থেকে প্রায় দেড় কেজি ওজনের মোট ১৬টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ওই সোনার বার উদ্ধার করা হয়।
শনিবার ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজন মিয়া নামের এক যাত্রী সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারের ফ্লাইট নং- টিআর২৬৫৬ করে বাংলাদেশে আসেন। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি পেশায় কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ আমদানিকারক।

গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি সোনার বারের কথা অস্বীকার করেন। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার রেক্টামে সোনার বারের অস্তিত্ব পাওয়া যায়। অতঃপর বিমানবন্দরের টয়লেটে যাত্রীর রেক্টাম থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার মোট ওজন ১ কেজি ৬০০ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।