শিরোনাম :
Logo জবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি Logo ইবিতে খেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম

শেখ হাসিনা-টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক।

যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাফিজ আহসান ফরিদ বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ‘মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‌‘আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে পাঠানো হবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দুদক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।’

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা হয়ে যাওয়ার পর তিনি বিদেশে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তার ঠিকানায় সব চিঠিপত্র প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পর্কে এখন কিছু বলতে পারছি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ বলেন, রেড অ্যালার্ট জারির বিষয়ে তার কোনো ধারণা নেই এবং বিষয়টি এখনো কমিশনে আলোচনা হয়নি। তবে তিনি জানান, ‘পরবর্তী কমিশন সভায় এটি আলোচিত হতে পারে, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে বিষয়টি এজেন্ডায় আসবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তির আলোচনা চলছে। চুক্তি হলে তাদের সহায়তা পাওয়া যাবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অছাত্রদের প্রবেশ নিষিদ্ধের দাবি

শেখ হাসিনা-টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার

আপডেট সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক।

যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাফিজ আহসান ফরিদ বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ‘মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‌‘আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে পাঠানো হবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দুদক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।’

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা হয়ে যাওয়ার পর তিনি বিদেশে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তার ঠিকানায় সব চিঠিপত্র প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পর্কে এখন কিছু বলতে পারছি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ বলেন, রেড অ্যালার্ট জারির বিষয়ে তার কোনো ধারণা নেই এবং বিষয়টি এখনো কমিশনে আলোচনা হয়নি। তবে তিনি জানান, ‘পরবর্তী কমিশন সভায় এটি আলোচিত হতে পারে, এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে বিষয়টি এজেন্ডায় আসবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে (শেখ হাসিনা) দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তির আলোচনা চলছে। চুক্তি হলে তাদের সহায়তা পাওয়া যাবে।’