রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের যাতাযাতের সুবিধার জন্য আগে অন্য সিডিউলে বাস চলাচল করলেও বুধবার (৯ এপ্রিল) পরিবর্তন করা হয়েছে বাসের সিডিউল। যাতে নানা আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা।
আাগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিভিন্ন জায়গায় বাস সকাল ৮:০৫ মিঃ ক্যাম্পাস ছেড়ে গিয়ে গন্তব্যস্থল হতে সকাল ৮:৩৫ মিঃ ছেড়ে আসতো, সকাল ৯:১০ মিঃ ক্যাম্পাস ছেড়ে গিয়ে গন্তব্যস্থল হতে সকাল ৯:৩৫ মিঃ ছেড়ে আসতো, দুপুর ১:১০ মিঃ বাস ক্যাম্পাস ছেড়ে গিয়ে গন্তব্যস্থল হতে দুপুর ১:৩০ মিঃ ছেড়ে আসতো এবং বিকাল ৪:১০ মিঃ ক্যাম্পাস ছেড়ে গিয়ে গন্তব্যস্থল হতে বিকাল ৪:৪৫ মিঃ ছেড়ে আসতো
পরিবর্তিত শিডিউলে দিনে চারবার যথাক্রমে সকাল ৮:০৫ মিঃ ক্যাম্পাস ছেড়ে যাবে এবং গন্তব্যস্থল হতে সকাল ৮:৩৫ মিঃ ছেড়ে আসবে, সকাল ৯:১০ মিঃ ক্যাম্পাস ছেড়ে যাবে এবং গন্তব্যস্থল হতে সকাল ৯:৩৫ মিঃ ছেড়ে আসবে, দুপুর ১:১০ মিঃ সংখ্যক বাস ক্যাম্পাস ছেড়ে যাবে এবং গন্তব্যভুল হতে দুপুর ১:৩০ মিঃ ছেড়ে আসবে এবং বিকাল ৫:১৫ মিঃ ক্যাম্পাস ছেড়ে যাবে এবং গন্তব্যস্থল হতে বিকাল ৫:৩৫ মিঃ ছেড়ে আসবে।
এই শিডিউলে বাস চলাচলের শিডিউলের প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষর্থীরা বলেন, বিকেল ৫:১৫ তে কেনো বাস চলবে, তখন কাকে নিয়ে যাবে? ক্লাস তো শেষ হয় বিকেল ৪ টায়। এমন না করে দুপুর ১ টা হতে বিকেল ৫ টার মধ্যে একটা সিডিউল দেওয়া উচিত।
এ বিষয়ে পরিবহন প্রশাসক আব্দুর রাজ্জাক সরকার বলেন, আগে অফিস আওয়ার বিকেল ৪ টা পর্যন্ত ছিল তাই বাস ছিলো বিকেল ৪:১০ মিনিটে কিন্তু এখন অফিস আওয়ার ৫ টায় হওয়ায় ৫:১৫ তে বাস দিয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে তাদের ক্লাস টাইম অনুযায়ী বাসের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করতে পারে।