সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার খুলনা রোড মোড় ডক্টরস্ ল্যাব এর পাশে সালমান টেলিকম দোকানের মালিক হিমেল এর বিরুদ্ধে বিকাশের ডিএসও উপর হামলা এবং নগদ টাকা কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার সময় বিকাশের এজেন্ট সালমান টেলিকমের মালিক হিমেলের সাথে লেনদেনের জন্য জান বিকাশের ডিএসও শেখ আমিনুর রহমান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সালমানা টেলিকমের মালিক হিমেল সহ ৬থেকে ৭ জন বিকাশের ডিএসও শেখ আমিনুর রহমানকে দোকানের মধ্যে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বিকাশের ডিএসও এর কাছে ব্যাকা থাকা ৪লক্ষ টাকা সহ ব্যাগটি নিয়ে নেয়।
আমিনুরের ভাই আজিজুর বলেন আমার ভাইকে ধরে তাহার দোকানের মধ্যে নিয়ে অন্যায় ভাবে আটক করিয়া মারপিট শুরু করে। বিবাদী হিমেল আমার ভাইকে হত্যা করার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মেরে গুরুতর জখম করে (ডাক্তার কর্তৃক ১৫টি সেলাই দেওয়া)। অজ্ঞাতনামা বিবাদীরা আমার ভাইকে লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে বাড়ি মেরে ফোলা জখম করে।
আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং ভাই উদ্ধার করিয়া চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটা অভিযোগ করা হয়েছে