বোমা বহনকারীর লাশ ঢামেকে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৩:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা বিস্ফোরণে নিহত অজ্ঞাত যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের মর্গে লাশ নিয়ে আসা হয়। বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর আইএস এ ঘটনাকে ‘আত্মঘাতী হামলা’ দাবি করে দায় স্বীকার করে।

এক সপ্তাহ আগে এই এলাকায় পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের প্রস্তাবিত সদর দপ্তর ও অস্থায়ী ক্যাম্পে বোমা বহনকারী এক যুবক বিস্ফোরণে নিহত হয়। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএস। এর পরদিন খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলার চেষ্টা চালায় অজ্ঞাত এক যুবক, যিনি পরবর্তী সময়ে র‌্যাবের গুলিতে নিহত হয়েছেন। র‌্যাব তাকে আত্মঘাতী জঙ্গি বলে দাবি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোমা বহনকারীর লাশ ঢামেকে !

আপডেট সময় : ০৩:৫৩:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা বিস্ফোরণে নিহত অজ্ঞাত যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের মর্গে লাশ নিয়ে আসা হয়। বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর আইএস এ ঘটনাকে ‘আত্মঘাতী হামলা’ দাবি করে দায় স্বীকার করে।

এক সপ্তাহ আগে এই এলাকায় পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের প্রস্তাবিত সদর দপ্তর ও অস্থায়ী ক্যাম্পে বোমা বহনকারী এক যুবক বিস্ফোরণে নিহত হয়। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএস। এর পরদিন খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলার চেষ্টা চালায় অজ্ঞাত এক যুবক, যিনি পরবর্তী সময়ে র‌্যাবের গুলিতে নিহত হয়েছেন। র‌্যাব তাকে আত্মঘাতী জঙ্গি বলে দাবি করেছে।