শিরোনাম :

অবমুক্ত হল আইফোন রেড !

  • আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গতবছর মার্চে সাশ্রয়ী আইফোন সংস্করণ(iphone SE) অবমুক্ত করলেও এবছর অ্যাপল আকস্মিকভাবেই ঘোষণা করলো নতুন আইফোন সংস্করণ রেড(RED)| এটি আইফোনের প্রিমিয়াম সংস্করণ যার মূল্য আইফোন ৭ ও ৭ প্লাসের অনুরূপ। তাহলে কেন নতুন আইফোন অবমুক্ত করলো অ্যাপল। মূলত এইচআইভি বিষয়ক সচেতনতা তৈরীতে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অ্যাপলের এই প্রচেষ্টা। প্রতিটি রেড ফোন থেকে আয়ের একটি ভগ্নাংশ প্রদান করা হবে এইচআইভি এইডস্ সচেতনতা তৈরীর কাজে। ১২৮ ও ২৫৬ গিগাবাইট সংস্করণে আগত এই ফোনের মূল্য শুরু হবে ৭৪৯ ডলার থেকে।

এছাড়াও অ্যাপল সদ্যই ঘোষণা করেছে নতুন আইপ্যাড। এটি পূর্বের চেয়ে অন্তত ৭০ ডলার সাশ্রয়ী। ৯.৭ ইঞ্চি এই আইপ্যাডের জন্য ক্রেতাকে গুণতে হবে ৩৯৯ ডলার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কমেছে নদ-নদীর পানি, কৃষকদের মাঝে স্বস্তি

অবমুক্ত হল আইফোন রেড !

আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

গতবছর মার্চে সাশ্রয়ী আইফোন সংস্করণ(iphone SE) অবমুক্ত করলেও এবছর অ্যাপল আকস্মিকভাবেই ঘোষণা করলো নতুন আইফোন সংস্করণ রেড(RED)| এটি আইফোনের প্রিমিয়াম সংস্করণ যার মূল্য আইফোন ৭ ও ৭ প্লাসের অনুরূপ। তাহলে কেন নতুন আইফোন অবমুক্ত করলো অ্যাপল। মূলত এইচআইভি বিষয়ক সচেতনতা তৈরীতে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অ্যাপলের এই প্রচেষ্টা। প্রতিটি রেড ফোন থেকে আয়ের একটি ভগ্নাংশ প্রদান করা হবে এইচআইভি এইডস্ সচেতনতা তৈরীর কাজে। ১২৮ ও ২৫৬ গিগাবাইট সংস্করণে আগত এই ফোনের মূল্য শুরু হবে ৭৪৯ ডলার থেকে।

এছাড়াও অ্যাপল সদ্যই ঘোষণা করেছে নতুন আইপ্যাড। এটি পূর্বের চেয়ে অন্তত ৭০ ডলার সাশ্রয়ী। ৯.৭ ইঞ্চি এই আইপ্যাডের জন্য ক্রেতাকে গুণতে হবে ৩৯৯ ডলার।