শিরোনাম :
Logo ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের Logo ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ- নেতৃত্বে স্মৃতি ও তানজিলা Logo রাবি ক্যাম্পাসে মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের অনুমোদন Logo ২৫টি মোবাইল ফোন ও ৭০টি ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ Logo চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে গরু ব্যবসায়ী Logo প্রাথমিক স্কোয়াডে হামজা-শমিত, ফাহমিদুল-কিউবারা পেয়েছেন জায়গা? Logo ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত Logo একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর

বড় আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানালেন ইমরান খান

দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কারাবন্দি অবস্থায় থেকেই এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলীমা খান। খবর জিও নিউজের।

গতকাল সোমবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলীমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দির যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না।

এসময় আলীমা খান জানান, গত আট মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই— এমনকি তার বোনরাও— আর দেখা করতে পারবেন না।

এদিকে ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ‘উইকেটের দুই পাশেই যারা খেলতে চায়, তাদের পিটিআইয়ে জায়গা নেই’— এমন বার্তা দেন তিনি।

তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপসচুক্তিতে যেতে চান না তিনি। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না।

সূত্র আরও দাবি করেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সেখানেই তিনি সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেন এবং ইমরান খান প্রাথমিকভাবে তাতে সম্মতি দেন। এই সম্মতির ভিত্তিতেই সংলাপের প্রক্রিয়া শুরু হয়েছে।

যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় সংলাপ প্রক্রিয়া বর্তমানে থমকে আছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সেনাবাহিনীর সমর্থনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিরোধের জেরে তিনি ক্ষমা হারান এবং ২০২২ সালে অনাস্থা ভোটে বিদায় নিতে হয়। এরপর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

বড় আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানালেন ইমরান খান

আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কারাবন্দি অবস্থায় থেকেই এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলীমা খান। খবর জিও নিউজের।

গতকাল সোমবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলীমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দির যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না।

এসময় আলীমা খান জানান, গত আট মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই— এমনকি তার বোনরাও— আর দেখা করতে পারবেন না।

এদিকে ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ‘উইকেটের দুই পাশেই যারা খেলতে চায়, তাদের পিটিআইয়ে জায়গা নেই’— এমন বার্তা দেন তিনি।

তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপসচুক্তিতে যেতে চান না তিনি। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না।

সূত্র আরও দাবি করেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সেখানেই তিনি সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেন এবং ইমরান খান প্রাথমিকভাবে তাতে সম্মতি দেন। এই সম্মতির ভিত্তিতেই সংলাপের প্রক্রিয়া শুরু হয়েছে।

যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় সংলাপ প্রক্রিয়া বর্তমানে থমকে আছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সেনাবাহিনীর সমর্থনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিরোধের জেরে তিনি ক্ষমা হারান এবং ২০২২ সালে অনাস্থা ভোটে বিদায় নিতে হয়। এরপর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন।