আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এবারের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ পাকিস্তানের ফয়সালাবাদে ভূমিকম্প অনুভূত হয় বলে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাছেই, ৩১.৩১ উত্তর অক্ষাংশ এবং ৭২.৫২ পূর্ব দ্রাঘিমাংশের সংযোগ বিন্দুতে এই কম্পন ঘটে। এ নিয়ে চলতি মে মাসেই দু‘বার কেঁপে উঠল পাকিস্তান।