আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ৬ জন নারী, এবং ১৩ জন শিশু। জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের গুজরাট সহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন, এবং শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ২১ মে গুজরাট পুলিশ তাদের আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে এবং পরে ২২ মে বাসযোগে করে ৯৩ টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাদের কোন আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই রাত ২ টার দিকে সীমান্ত গেট দিয়ে বাংলাদেশ পুশ-ইন করে।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, জয়ধর ভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী শিশু সহ ২১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। পরে আমাদের টহল দল সীমান্তে তাদের আনাগোনা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। ইতিমধ্যে আমাদের ব্যাটেলিয়ান কোম্পানি ও ক্যাম কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে শিশুদের বিরুদ্ধে কোন মামলা করা হবে না বলে জানান।