দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২১মে ও ২২মে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৫৭৭ টি ফাঁকা আসন রয়েছে। এবার হাবিপ্রবি’তে মোট আসন সংখ্যা ছিল ১৭৯৫ টি।প্রথম ধাপে ভর্তি সম্পন্ন করেছে ১২১৮ জন, যা প্রায় মোট আসেনর ৬৭.৮৫ শতাংশ।
A ইউনিটের কৃষি অনুষদে ৩৭৫ টি আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছে ৩০৫ জন।ফাঁকা রয়েছে ৭০ টি আসন। DVM এ ৮০ টি আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছে ৫৮ জন। ফাঁকা রয়েছে ২২ টি আসন । ফিসারিজ এ ৮০ আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছে ৬১ জন।
A ইউনিটে মোট ৫৩৫টি সিটের মধ্যে ভর্তি সম্পন্ন করেছেন ৪২৪ জন, যা মোট আসন সংখ্যার ৭৯ শতাংশ।
অন্যদিকে B ইউনিটের সিএসই’তে ৬০ টি আসনের মধ্যে ৩৫ টি, ই সি ই’ তে ৬০ টি আসনের মধ্যে ৩৭ টি,ইইই ‘তে ৬০ টি আসনের মধ্যে ৩৩ টি,ফুড প্রসেসিং এ ৬০ টির মধ্যে ৩৮ টি,কৃষি প্রকৌশলে ৬০ টির মধ্যে ৩১ টি, সিভিলএ ৫০ টির মধ্যে ২৮ টি, মেকানিক্যালে ৫০ টির মধ্যে ৩৮ টি এবং আর্কিটেকচার এ ৩০টির মধ্যে ১৭ টি আসনের ভর্তি সম্পন্ন হয়েছে।
এছাড়াও B ইউনিটের রসায়ন বিভাগে ৭৫ টি আসনের মধ্যে ৪৩ টি, পদার্থবিজ্ঞান বিভাগে ৭৫ টির মধ্যে ৪৮টি, গণিত বিভাগে ৮০ টির মধ্যে ৫২ টি এবং সর্বশেষ পরিসংখ্যান বিভাগের ৮০ টির মধ্যে ৫১ টি আসনে ভর্তি সম্পন্ন হয়েছে।
সব মিলিয়ে B ইউনিটের ৭৪০ টি আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছে ৪৫১ জন। যা মোট আসনের ৬১ শতাংশ।
এদিকে C ইউনিটের ২৮০ টি আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছে ১৯৯ জন।যা মোট আসন সংখ্যার ৭১ শতাংশ। একাউন্টিং এ ৭০ টি আসনের মধ্যে ৪৬ জন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ ৭০ টি আসনের মধ্যে ৪৯ জন, ম্যানেজমেন্টের ৭০ টি আসনের মধ্যে ৪৫ জন,মার্কেটিং এ ৭০ টি আসনের মধ্যে ৫৯ জন ভর্তি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
তাছাড়া D ইউনিটে মোট২৪০ টি আসনের মধ্যে ভর্তি সম্পন্ন করেছেন ১৪৪ জন, যা মোট আসন সংখ্যার ৬০ শতাংশ। ইকোনমিক্স এ ৫৩ জন, ইংরেজি এ ৩৭ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ এ ১৯ জন, সোশিওলজি তে ৩৫ জন।
প্রথম ধাপের ভর্তি শেষে ফাঁকা আসন পূরণের জন্য দ্বিতীয় ধাপের ভর্তি কবে থেকে শুরু হবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, প্রথম ধাপের ভর্তি শেষে ৫৭৭ টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ এবং ২৯ মে থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।