চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে মাসব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ এ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, গত কয়েকদিন যাবত জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপদাহ চলছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও রাস্তায় চলাচলরত পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। অনেকের শরীরে পানি শুন্যতা সৃষ্টি হচ্ছে।
অসহনীয় গরমে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি তৃষ্ণার্ত পথচারীদের জন্য খাবার পারি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের প্রথম দিন এক হাজার প্যাকেট খাবার স্যালাইন ও এক হাজার বোতল পানি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।