খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ০৫ মে (সোমবার) অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে ১নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
তিনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বয়স নেই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই একজন ব্যক্তি দক্ষতার দিক থেকে আরও সমৃদ্ধ হন। তবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যদি চর্চার মাধ্যমে প্রয়োগ না করা হয়, তাহলে তা অচিরেই বিস্মৃতির অতলে চলে যায়। তাই প্রশিক্ষণের প্রকৃত সুফল পেতে হলে কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের নিয়মিত চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ একদিকে যেমন পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক, অন্যদিকে তেমনি একটি জ্ঞানভিত্তিক, কার্যকর ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেও সহায়তা করে।
উপ-উপাচার্য এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইউসুফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মৃধা।
প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, উপ-উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও দপ্তরের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।