শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

ছুটির দিনে ব্যাংকের মধ্যে থেকে প্রবাসীর স্ত্রীসহ আনসার সদস্য আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে নারীসহ হেলাল উদ্দিন নামের এক আনসার সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

আজ শনিবার (০৩ মে) বেলা ১১ টার দিকে মোমিনপুর রুপালী ব্যাংক শাখার মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন বলে জেনেছি। আমাদের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

আটক নারী জানান, তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।

আনসার সদস্য হেলাল বলেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়েটির সঙ্গে আনসার সদস্যের কথা হতো। আজ ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি বলে জেনেছি। ব্যাংক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছেন।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছেন। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ছুটির দিনে ব্যাংকের মধ্যে থেকে প্রবাসীর স্ত্রীসহ আনসার সদস্য আটক

আপডেট সময় : ০৩:৪২:০৬ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫

চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে নারীসহ হেলাল উদ্দিন নামের এক আনসার সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

আজ শনিবার (০৩ মে) বেলা ১১ টার দিকে মোমিনপুর রুপালী ব্যাংক শাখার মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন বলে জেনেছি। আমাদের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

আটক নারী জানান, তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।

আনসার সদস্য হেলাল বলেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়েটির সঙ্গে আনসার সদস্যের কথা হতো। আজ ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি বলে জেনেছি। ব্যাংক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছেন।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছেন। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।