টানা চতুর্থ রাতেও ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় আবারও গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। আজ সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সেনা এক বিবৃতিতে জানায়, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। এরপর আমাদের সেনারাও দ্রুত ও কার্যকর জবাব দেয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
উল্লেখ্য, গত মঙ্গলবার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বেড়েছে।