গঠনতন্ত্র না মানার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন বর্জন করেছে গণতন্ত্রমনা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অ্যাডভোকেট নূর মোহাম্মদ সালাহউদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। এই তফসিল অনুযায়ী আগামী ১০ মে ২০২৫ খ্রিষ্টাব্দে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, এই তফসিলে RUAA-এর গঠনতন্ত্রকে উপেক্ষা করা হয়েছে। উল্লেখ্য যে, ৯ মার্চ ২০২৫ খ্রি. পর্যন্ত যারা জীবন সদস্য হয়েছেন, তারাই কেবল গঠনতন্ত্রের ৩৬ (৪) ধারা মোতাবেক RUAA-এর তফসিলে বর্ণিত নির্বাচনী ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আমরা লক্ষ করলাম যে, উক্ত তারিখ অতিবাহিত হওয়ার পর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন RUAA-এর জীবন সদস্য হয়েছেন তাদেরকেও তফসিল বর্ণিত RUAA-এর নির্বাচনে ভোটার তালিকায় ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাহা স্পষ্ট RUAA-এর গঠনতন্ত্র লঙ্ঘন ও পরিপন্থি।
আমরা আরও লক্ষ করছি যে, নির্বাচনী তফসিলে মনোনয়ন পত্র উত্তোলন ও জমাদানের জন্য শেষ সময় ২৪ এপ্রিল ২০২৫ খ্রি. ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের তারিখ ৪ মে ২০২৫ খ্রি.। এই কাজে ব্যয় হচ্ছে ১১ দিন কিন্তু প্রার্থীদের গুরুত্বপূর্ণ প্রচারণার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৫ দিন (৪ মে থেকে ১০ মে) এমনকি নির্বাচন কমিশন পোস্টাল ভোটের দাবিও উপেক্ষা করে অনেক ভোটারকে বঞ্চিত করছে। RUAA-এর গঠনতন্ত্র লঙ্ঘনসহ নির্বাচনী নীতিমালা ও আচরণবিধিতে অসংখ্য অসংগতি পরিলক্ষিত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফসিল বর্ণিত RUAA-এর নির্বাচন ২০২৫ স্বচ্ছ, নিরপেক্ষ ও গঠনতন্ত্র সম্মত হবে না বলেই আমরা মনে করি।
আমরা আরও লক্ষ করছি, এই নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়নের নীলনকশা ও জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত অপশক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা চলছে। অতএব, আমরা এই প্রহসন ও বিতর্কিত নির্বাচনকে প্রত্যাখ্যান করছি সাথে সাথে এই অপশক্তি রোধে গণতন্ত্রমনা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাবিয়ান অ্যালামনাস এই নির্বাচন বর্জন করছি।