আমরা বাশের লাঠি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করেছি। পারভেজের হত্যাকারীদের বিচার করতে না পারলে ব্যানসন গ্রুপের কোনো ঘরবাড়ি থাকবে না। ছাত্রদলকে দূর্বল ভাববেন না বাশের লাঠি যদি আবার ধরি তাহলে আপনারা কেউ টিকতে পারবেন না পারভেজের হত্যাকারীদের বিচার করতে না পারলে ব্যানসন গ্রুপের কোনো ঘরবাড়ি থাকবে না।
সোমবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে শাখা ছাত্রদলের মানববন্ধনে একথা বলেন রাবি ছাত্রদল আহ্বায়ক সুলতান আহমদ রাহী।
তার ভাষ্যে তিনি আরও বলেন, আমরা বাশের লাঠি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করেছি।পারভেজের হত্যা কারিদের গ্রেপতার করতে না পারলে বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল ব্যানসন গ্রুপের কোনো ঘরবাড়ি থাকবে না যার। ছাত্রদলকে দূর্বল ভাববেন না বাশের লাঠি যদি আবার ধরি তাহলে আপনারা কেউ টিকতে পারবেন না।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “জুলাই অভ্যুত্থানে সারাদেশের মানুষের যে স্পিরিট তৈরি হয়েছিল, সে স্পিরিটকে একটি কুচক্রী মহল ধ্বংস করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ছাত্রসংগঠনটি গত ১৭ বছর লড়ে গিয়েছিল, সে ছাত্রসংগঠনের একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রতিবাদ মিছিলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ” তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ সময় রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।