রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল অ্যাডমিট কার্ড আনা দুই শিক্ষার্থীকে সঠিক অ্যাডমিট কার্ড ফিরিয়ে দিয়ে পরীক্ষা দিতে সহযোগিতার মাধ্যমে স্বপ্ন বাঁচালো রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ এপ্রিল) আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ও দ্বিতীয় শিফটের পরীক্ষায় পৃথক দুটি ঘটনা ঘটে। প্রথম শিফটের ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মোছা. সুমাইয়া আক্তার তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা। তিনি ভুলক্রমে পুরাতন অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলামের সহযোগিতায় তা ফেরত পান এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অন্যদিকে দ্বিতীয় শিফটে অজ্ঞান শিক্ষার্থী, পরীক্ষার হলে ঢুকে লক্ষ্য করেন অন্য অ্যাডমিট কার্ড প্রিন্ট করে এনেছেন। ফলে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। এসময় সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে ছাত্রদলের বুথে দায়িত্ব পালন করছিলেন ছাত্রদল নেতা রাফায়েতুল রাবিত। ওই পরীক্ষার্থী বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিক বাইক নিয়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আনেন।
অ্যাডমিট কার্ড পাওয়া শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এমন মহতী উদ্যোগের জন্য তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এবিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, আমাদের রাজনীতি শিক্ষার্থীদের মঙ্গলের জন্য। আমরা সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। আজ এক বোনের অ্যাডমিট কার্ড সময় মতো তুলে দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারায় অত্যধিক ভালো লাগছে।
এবিষয়ে আরেক ছাত্রদল নেতা রাফায়েতুল রাবিত বলেন, আমরা পরীক্ষার্থীদের পাশে থাকার উদ্দেশ্যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বুথ দিয়েছি। এই সময়টাতে পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই একটু উদ্বিগ্ন থাকে, আমরা তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য, অ্যাডমিশন চলাকালীন ক্যাম্পাসে ফটোকপি ও প্রিন্টের দোকান বন্ধ থাকে