শিরোনাম :
Logo চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার Logo আ.লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর Logo জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক Logo রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন Logo শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু Logo রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Logo চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ Logo ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন হাবিপ্রবির নতুন কমিটি গঠন

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক।

এতে বলা হয়েছে, আজ ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের (উত্তর দিকের জেলাগুলো) জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার সকাল ভোর ৫টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগঞ্জে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ওপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।

পোস্টে তিনি লেখেন, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করব বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

এতে আরও বলা হয়েছে, বেশি বজ্রপাত ও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে। রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগা, বগুড়া, সিরাজগঞ্জে। ময়মনিসংহ বিভাগে সকল জেলা।

এতে আরও বলা হয়েছে, অনুগ্রহপূর্বক মনে রাখবেন যে বেশিভাগ কৃষি শ্রমিকদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলও কৃষি শ্রমিকটি। বৃষ্টিপাতের সময় কৃষি শ্রমিককে খোলা মাঠে ধান কাটতে বাধ্য করার অর্থ হলও সেই শ্রমিককে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফলে, আমার বন্ধু লিস্ট ও ফলোয়ারদের সবার প্রতি বিনীত অনুরোধ বোরো ধান কাটার কৃষি শ্রমিকদের জীবন রক্ষার্থে সবাই এগিয়ে আসুন। দারিদ্র কৃষি শ্রমিকদের জীবন রক্ষা করুন বজ্রপাতের আঘাতে মৃত্যু থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চকবাজারে খালে নিখোঁজ শিশুর মরদেহ চাক্তাই খালে উদ্ধার

দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক।

এতে বলা হয়েছে, আজ ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের (উত্তর দিকের জেলাগুলো) জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার সকাল ভোর ৫টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগঞ্জে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ওপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।

পোস্টে তিনি লেখেন, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করব বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

এতে আরও বলা হয়েছে, বেশি বজ্রপাত ও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে। রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগা, বগুড়া, সিরাজগঞ্জে। ময়মনিসংহ বিভাগে সকল জেলা।

এতে আরও বলা হয়েছে, অনুগ্রহপূর্বক মনে রাখবেন যে বেশিভাগ কৃষি শ্রমিকদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলও কৃষি শ্রমিকটি। বৃষ্টিপাতের সময় কৃষি শ্রমিককে খোলা মাঠে ধান কাটতে বাধ্য করার অর্থ হলও সেই শ্রমিককে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফলে, আমার বন্ধু লিস্ট ও ফলোয়ারদের সবার প্রতি বিনীত অনুরোধ বোরো ধান কাটার কৃষি শ্রমিকদের জীবন রক্ষার্থে সবাই এগিয়ে আসুন। দারিদ্র কৃষি শ্রমিকদের জীবন রক্ষা করুন বজ্রপাতের আঘাতে মৃত্যু থেকে।