জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় ভুয়া ভুয়া স্লোগানও তোলেন তারা।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জবি শিক্ষকদের সাথে মিটিং শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। আজ বুধবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। এবং তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। শিবিরের বিরুদ্ধে বলায় আমার বিরুদ্ধে ভূয়া স্লোগান দিছে এবং ক্যাডাররা বোতল নিক্ষেপ করেছে, আমি আল্টিমেটাম দিলাম, এটা যারা করেছে, তাদের এক কার্যদিবসের মধ্যে বহিষ্কার করতে হবে। এবং আন্দোলনকারীদের এখান থেকে ডিসসপারচ করতে হবে, নাইলে আইনি ব্যবস্তা নিব।
প্রসঙ্গত, আজ বুধবার( ১৪ মে) দিনভর তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় সংলগ্ন কাকড়াইল মোরে অবস্থান নিয়ে আন্দোলন করছে জবি শিক্ষার্থীরা।
এতে পুলিশি হামলা আহত হয় অন্তত ৫০ অধিক শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদকর্মী। আহত হয়ে হাপিটালে বর্তি আছেন ১০ এর অধিক শিক্ষক- শিক্ষার্থী ও সংবাদকর্মী।
আন্দোলনের এমন পরিস্থিতিতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে জবি শিক্ষকদের একটি টীম তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাথে মিটিং করেন।
মিটিং শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে উপদেষ্টার ওপর এ অনাকাঙ্ক্ষিত বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।