শাকিবের ‘বরবাদ’ আরও দুই দেশে মুক্তির ঘোষণা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:২৯:০৪ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই বেশ দাপট দেখিয়েছে। আয়ের নিরিখেও এগিয়ে এই সিনেমা। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।

তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।

এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।

পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।

১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো- এ তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাকিবের ‘বরবাদ’ আরও দুই দেশে মুক্তির ঘোষণা

আপডেট সময় : ০৯:২৯:০৪ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই বেশ দাপট দেখিয়েছে। আয়ের নিরিখেও এগিয়ে এই সিনেমা। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী।

তিনি বলেছেন, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এই পরিবেশনার দায়িত্ব নিয়েছে।

এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে।

পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। এরই মধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস।

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।

১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো- এ তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।