সাতক্ষীরার সদরে ক্রয়কৃত জমির ধান কেটে নেওয়া এবং জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার ভুক্তভোগী মোঃ শাকিলুর রহমান থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিরোধ ছিল না, কিন্তু হঠাৎ করে কিছু স্থানীয় প্রভাবশালীর মদদে জমি দখলের পাঁয়তারা শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী- (১)অজয় কুমার সরকার (৫০), পিতা- মৃত কার্তিক চন্দ্র সরকার, সাং- জগন্নাথপুর, (২)জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নিরব (৩০), পিতা- সিরাজুল ইসলাম, সাং- পরানদাহ, উভয় থানা ও জেলা সাতক্ষীরা সহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
তিনি বলেন যে, নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি আমার পিতা ক্রয় সূত্রে মালিক। জমি আমাদের দখলে আছে এবং জমি আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীরা তফসিল জমির কোন মালিক না এবং তাহাদের কাছে জমির কোন বৈধ কাগজপত্র নাই।
আমরা জমির বৈধ মালিক এবং আমাদের জমির যাবতীয় কাগজপত্র সঠিক আছে। বিবাদীরা আমার ভোগদখলকৃত তফসিল জমি জবর দখল করার চেষ্টা সহ জমি দখলের পায়তারা করিতেছে। তফসিল জমিতে চলতি মৌসুমে আমি ইরিধান রোপন করিয়াছি। জমির ধান পেঁকে উঠেছে। ইং- ১২/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ৮টার সময় বিবাদীরা হাতে কাচি নিয়ে আমাদের তফসিল জমিতে আসিয়া জমির ধান কাটার চেষ্টা করে। আমি সহ আমার বাড়ীর লোকজন বাধা দেওয়ায় বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখম করার হুমকি প্রদান করে।
তাহাদের কাজে বাধা দিলে আমাদের হাত পা ভেঙ্গে দিবে এবং আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখায়।
বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
তফসিল জমিঃ সাতক্ষীরা, মৌজা- জগন্নাথপুর, খতিয়ান নং- এসএ ৮১২, ২৫৮, ৩২৬, ৮০৫, ৮১৩, ২৬৪, আরএস খতিয়ান নং- ২৩, ৩৮১, দাগ নং- এসএ ৪৮৫, আরএস ৬৩৭ সহ আরও অন্যান্য দাগ ও খতিয়ানে মোট জমির পরিমান ৪৪.৬৯ শতক। মৌজা- পরানদহা, খতিয়ান নং- এসএ ৫৩৪, আরএ ২৭, দাগ নং- ৩৮০, হাল ৬৬৮, জমির পরিমান ২১ শতক