ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধির আগ্রহের স্থান রাবির (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের) ভর্তি পরীক্ষা। তবে ফিলিস্থিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাবি প্রশাসন ওইদিন ‘লং মার্চ টু গাজ ‘ কর্মসূচি পালন করলেও ভর্তি পরিক্ষা ঠিক সময়েই হবে ।
বুধবার (৯ এপ্রিল ) নিলকন্ঠকে একথা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইটি সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম
এ বিষয়ে আইটি পরিচালক বলেন, পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই। ‘বি’ ইউনিটের পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে ১২টার মধ্যে শেষ হবে। আর লং মার্চের কর্মসূচি বিকাল ৩টায় শুরু হবে। এতে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষর্থী সাজ্জাদ হোসেন বলেন, এটা খুবই ভালো সিদ্ধান্ত এমনি এবার রাবি পরিক্ষা দেরিতে হচ্ছে, আবার যদি পরিক্ষা পেছাতো তাহলে নতুন করে ভোগান্তি শুরু হতো। তখন পরিক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাই এমন সিদ্ধান্তের জন্য রাবি প্রশাসনকে ধন্যবাদ।
উল্লেখ্য, এর আগে ১২ এপ্রিল রাবি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন