চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার দেশটির হেনান প্রদেশের ঝেনঝৌ শহরের হেনান ইনফেকশন ডিজিজ হাসপাতালে এই টিকার মেডিকেল ট্রায়াল শুরু হয়েছে। গত বছর সেপ্টেম্বরে চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন সিআইবিপিকে ট্রায়াল পরিচালনার অনুমতি দেয়। ট্রায়ালে অংশগ্রহণকারীরা সবাই ১৮ বছরের বেশি বয়সী।
মাঙ্কিপক্স এক সময় বিরল এবং স্বল্প পরিচিত রোগ ছিল, তবে ২০২২ সালে এটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ বনাঞ্চলের বানররা ছিল এই রোগের প্রথম বাহক, যা পরে মানুষের মধ্যে সংক্রমিত হতে শুরু করে। স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস মাঙ্কিপক্সের জন্য দায়ী, এবং এ রোগে আক্রান্ত ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়।
এই রোগের উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান এবং অবসাদ। প্রথমে শরীরে ফোস্কা ও মুখে ফুসকুড়ি দেখা দেয়, যা পরে অন্যান্য শরীরের অংশে ছড়িয়ে পড়ে। এতদিন মাঙ্কিপক্সের জন্য সুনির্দিষ্ট কোনো টিকা বা চিকিৎসা ছিল না, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্মলপক্সের টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫% কার্যকর।