পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল চালিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন এক মাদকসেবী। বুধবার (১৬ এপ্রিল) রাতে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতু সংলগ্ন চেকপোস্টে ঘটনাটি ঘটে।
আটক ব্যক্তি সোহাগ হোসেন (৩০), দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি মিস্ত্রিপাড়া এলাকার রইচ উদ্দীনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, রাতে চেকপোস্টে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে সোহাগ দেবীগঞ্জ শহর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। চেকপোস্টে সেনা সদস্যরা তাকে থামতে সংকেত দিলে তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দিলে সামনে থাকা পুলিশ সদস্যরা আটক করে দেহ তল্লাশী করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলে আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ডের সাজা প্রদান করেন।
সোহাগ ইসলামের বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে স্থানীয়দের। তবে তার পরিবারের চাচাতো ও জেঠাতো ভাইরা আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় সোহাগ সেই সুযোগে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
একই দিনে পুলিশের অভিযানে আরো তিনজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার হয়। এর মধ্যে উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ এলাকা থেকে সালমান আহম্মেদকে ৮ পিস ইয়াবা, খুটামারা কামাতপাড়া এলাকার চিত্তরঞ্জনকে ৬ পিস টাপেন্ডাটল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চাঙরাবান্দা এলাকায় যেখানে মাদকসেবীদের আড্ডা ও মাদক কেনা-বেচা হয় সেখান থেকে মানিক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।