শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু Logo রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Logo চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ Logo ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন হাবিপ্রবির নতুন কমিটি গঠন Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার

কেন তিন বিয়ে করেছেন, জানালেন হিরো আলম

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বগুড়ার নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে হিরো আলম জানান, তার পালক বাবা আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক মাস তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে বাবার পাশে ছিলেন। কিন্তু সেই সময়ে স্ত্রী রিয়া মনি কিংবা তার পরিবারের কেউ বাবাকে দেখতে আসেননি। এমনকি মৃত্যুর পরও বাবার লাশ দেখতে আসেননি।

হিরো আলম অভিযোগ করে বলেন, আমি হাসপাতালে বাবার জন্য দিনরাত কাটাচ্ছি, আর সে অন্যদের সঙ্গে কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এসব মানা যায় না। তাই আমি ওর সঙ্গে আর সংসার করতে পারব না। তাকে তালাক দেব।

হিরো আলম তার একাধিক বিয়ে এবং রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী মামলা করেছিলেন, সংসার ভেঙে যায়। দ্বিতীয় বিয়েও টেকেনি। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয় হয়, যে কিনা আমার সিনেমার নায়িকা ছিল। কিন্তু বিয়ের পর সে আমার অমতে অন্যদের সঙ্গে ভিডিও করত। একাধিকবার নিষেধ করলেও শোনেনি।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকা হিরো আলমের এই তালাক ঘোষণাও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রসঙ্গত, হিরো আলম রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। ২০২৩ সালের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন। পরে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন, যেখানে ভোটগ্রহণের দিন তার ওপর হামলার অভিযোগ উঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু

কেন তিন বিয়ে করেছেন, জানালেন হিরো আলম

আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বগুড়ার নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে হিরো আলম জানান, তার পালক বাবা আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক মাস তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে বাবার পাশে ছিলেন। কিন্তু সেই সময়ে স্ত্রী রিয়া মনি কিংবা তার পরিবারের কেউ বাবাকে দেখতে আসেননি। এমনকি মৃত্যুর পরও বাবার লাশ দেখতে আসেননি।

হিরো আলম অভিযোগ করে বলেন, আমি হাসপাতালে বাবার জন্য দিনরাত কাটাচ্ছি, আর সে অন্যদের সঙ্গে কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। এসব মানা যায় না। তাই আমি ওর সঙ্গে আর সংসার করতে পারব না। তাকে তালাক দেব।

হিরো আলম তার একাধিক বিয়ে এবং রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী মামলা করেছিলেন, সংসার ভেঙে যায়। দ্বিতীয় বিয়েও টেকেনি। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয় হয়, যে কিনা আমার সিনেমার নায়িকা ছিল। কিন্তু বিয়ের পর সে আমার অমতে অন্যদের সঙ্গে ভিডিও করত। একাধিকবার নিষেধ করলেও শোনেনি।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকা হিরো আলমের এই তালাক ঘোষণাও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

প্রসঙ্গত, হিরো আলম রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। ২০২৩ সালের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন। পরে তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন, যেখানে ভোটগ্রহণের দিন তার ওপর হামলার অভিযোগ উঠে।