শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু Logo রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Logo চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ Logo ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন হাবিপ্রবির নতুন কমিটি গঠন Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আয় ১ বিলিয়ন ডলার: সিপিডি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র প্রতিবছর ১ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক আদায় করে। অপরদিকে, মার্কিন পণ্য থেকে বাংলাদেশ মাত্র ১৮০ মিলিয়ন ডলারের মতো শুল্ক পায়, যা বাংলাদেশের জন্য যেমন আর্থিক চাপের কারণ, অন্যদিকে বৈষম্যমূলক বাণিজ্যের শিকার হচ্ছে বলে মন্তব্য করে সিপিডি।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দুই দেশের শুল্কনীতি ও বাণিজ্য ভারসাম্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র গবেষণা এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তারা এ তথ্য তুলে ধরে।

তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশ মাকিন পণ্যে গড়ে ৬.২ শতাংশ শুল্ক আরোপ করে, তবে বিভিন্ন রেয়াত ও ছাড় বিবেচনায় সেই হার কার্যত কমে এসে দাঁড়ায় মাত্র ২.২ শতাংশে।  বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে ১৫.১ শতাংশ শুল্ক আরোপ করে, যার ফলে বৈষম্যমূলক শুল্কনীতির শিকার হচ্ছে বাংলাদেশের পণ্য—বিশেষ করে তৈরি পোশাক খাত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে ভারসাম্যমূলক করতে হলে কেবল কূটনৈতিক নয়, বরং গভীর অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সিপিডি। দীর্ঘদিন ধরে বিদ্যমান শুল্ক বৈষম্যের বিষয়টি এখন নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ আলোচনার নিয়ে আসা উচিত বলে জানান সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এছাড়া ধারাবাহিকভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকের বিকল্প নেই বলে জানান সিপিডি চেয়ারম্যান। একটি নির্দিষ্ট পণ্যের তালিকা করে রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্কছাড় বা শুল্কহ্রাসের সুবিধা চাওয়াসও বেশকিছু পরামর্শ দিয়েছেন সিপিডি চেয়ারম্যান।

এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়্যারহাউজ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনার পরামর্শ দিয়েছে সিপিডি; যা তৈরি পোশাকের শুল্ক মওকুফের বিষয়ে আলোচনার সুবিধা আনতে পরে বলে মত দিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৫১ ভর্তিচ্ছু

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আয় ১ বিলিয়ন ডলার: সিপিডি

আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র প্রতিবছর ১ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক আদায় করে। অপরদিকে, মার্কিন পণ্য থেকে বাংলাদেশ মাত্র ১৮০ মিলিয়ন ডলারের মতো শুল্ক পায়, যা বাংলাদেশের জন্য যেমন আর্থিক চাপের কারণ, অন্যদিকে বৈষম্যমূলক বাণিজ্যের শিকার হচ্ছে বলে মন্তব্য করে সিপিডি।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দুই দেশের শুল্কনীতি ও বাণিজ্য ভারসাম্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্য। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র গবেষণা এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তারা এ তথ্য তুলে ধরে।

তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশ মাকিন পণ্যে গড়ে ৬.২ শতাংশ শুল্ক আরোপ করে, তবে বিভিন্ন রেয়াত ও ছাড় বিবেচনায় সেই হার কার্যত কমে এসে দাঁড়ায় মাত্র ২.২ শতাংশে।  বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে ১৫.১ শতাংশ শুল্ক আরোপ করে, যার ফলে বৈষম্যমূলক শুল্কনীতির শিকার হচ্ছে বাংলাদেশের পণ্য—বিশেষ করে তৈরি পোশাক খাত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে ভারসাম্যমূলক করতে হলে কেবল কূটনৈতিক নয়, বরং গভীর অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সিপিডি। দীর্ঘদিন ধরে বিদ্যমান শুল্ক বৈষম্যের বিষয়টি এখন নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ আলোচনার নিয়ে আসা উচিত বলে জানান সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এছাড়া ধারাবাহিকভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকের বিকল্প নেই বলে জানান সিপিডি চেয়ারম্যান। একটি নির্দিষ্ট পণ্যের তালিকা করে রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্কছাড় বা শুল্কহ্রাসের সুবিধা চাওয়াসও বেশকিছু পরামর্শ দিয়েছেন সিপিডি চেয়ারম্যান।

এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়্যারহাউজ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনার পরামর্শ দিয়েছে সিপিডি; যা তৈরি পোশাকের শুল্ক মওকুফের বিষয়ে আলোচনার সুবিধা আনতে পরে বলে মত দিয়েছে সংস্থাটি।