যবিপ্রবি প্রতিনিধি :
মা বোনদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ এ পর্যন্ত সংঘটিত সবগুলো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত এলামনাইবৃন্দ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সমন্বয়ে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান বলেন, যারা আমাদের মা-বোনদের উপর এমন হিংস্র ভাবে আক্রমণ করে তারা কোন মানবিক অধিকারসম্পন্ন মানুষ হতে পারে না। কাজেই তাদের বিচাররে ক্ষেত্রেও কোনো মানবিক অধিকার নিয়ে বিচার করা যাবে না। আমাদের দেশের আইনজীবীদের বলব তারা যেন কোন ধর্ষকের পাশে না দাড়ান। একইসঙ্গে এসব ধর্ষণের ঘটনার দ্রুত বিচার করার জন্য ট্রাইবুনালকে অনুরোধ করছি। আমি প্রত্যাশা করবো বাংলাদেশের বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে এই সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হবেন।
জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বর্তমানে দেশে চলা পরিস্থিতির পেছনে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি চলমান সরকারের কাছে দাবি করবো বিভিন্ন ষড়যন্ত্র প্রতিরোধের পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
গনিত বিভাগের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে দেশে চলমান ধর্ষণ এবং চাঁদাবাজিকে বয়কট ঘোষণা করছি। বাংলাদেশে ধর্ষণ ও চাঁদাবাজি আগে ছিলোনা বর্তমানেও হবে না, সামনে এসব অন্যায় যদি বন্ধ করা না হয় তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।