খুলনার কয়রা প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যেই পূর্ব ও পশ্চিম সুন্দরবনের গহীনে বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে চিংড়ির শুঁটকি তৈরির কারখানা। এসব কারখানায় চোরা কারবারিরা বনের কর্তন নিষিদ্ধ সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে তৈরি করছে শুঁটকি। এতে জীব বৈচিত্র্য, মৎস্য সম্পদ ও বনের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়রা বলছেন, প্রজনন মৌসুমে বনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং মাছ ধরা পাশ পারমিট বন্ধ রাখা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ।
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি স্টেশনের অধীন আদাঁচাই বন টহল ফাঁড়ির সদস্যরা ছোট কচুখালী সিসা খাল এলাকায় অভিযান চালিয়ে ১৮ বস্তা চিংড়ির শুঁটকি জব্দ করেছে। জব্দকৃত এসব শুটকির মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ সময় বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারিরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আঃ সালাম ও আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।