শিরোনাম :
Logo আসিফ বাঁধন বলেন “এটি শুধু আমার গল্প নয়, এটি প্রত্যেক তরুণের জন্য একটি বার্তা জীবনে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতে হয়।” Logo বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা Logo যবিপ্রবিতে সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় সাবেক চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মদিন পালিত Logo ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন Logo শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতির সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo খালেদা জিয়ার জন্মদিনে উপলক্ষ্যে বেরোবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল Logo সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া Logo উচ্ছ্বাস আর স্বপ্নে মুখর রাবি ক্যাম্পাস; জীবনের নতুন যাত্রা নিয়ে নবীনদের অনুভূতি Logo গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল : অধ্যাপক ইউনূস

নতুন নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তারুণ্য’র ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী তারুণ্য’র “১৬ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

তারুণ্য’র ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নেতৃত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

জানা যার, দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল পর্যালোচনার পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

এর আগে তারুণ্য’র সদস্য সুমন ইসলাম এবং জিন্নাত আলভি এর সঞ্চালনায় এবং সাবেক সভাপতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, ২২-২৩ অর্থবছরের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, সুবাসিত সদস্য রিফাত হাসান অর্ণব এবং হাসিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সুবাসিত সদস্যদের সংবর্ধনা উপলক্ষে ৩০ জন সুবাসিত সদস্যকে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

তারুণ্যের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল বলেন, “তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। তাই তারুণ্য সদস্যদের সুশৃঙ্খল সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে, দেশ ও জাতি গঠনে মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলতে এবং তারুণ্যকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি তাই সকলকের দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

নব-নির্বাচিত সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, “দীর্ঘদিন ধরে তারুণ্য তার জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা যেন তারুণ্য’র সকল সদস্যকে সাথে নিয়ে সেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসিফ বাঁধন বলেন “এটি শুধু আমার গল্প নয়, এটি প্রত্যেক তরুণের জন্য একটি বার্তা জীবনে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতে হয়।”

নতুন নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’

আপডেট সময় : ০৬:৪৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তারুণ্য’র ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী তারুণ্য’র “১৬ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

তারুণ্য’র ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নেতৃত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

জানা যার, দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল পর্যালোচনার পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

এর আগে তারুণ্য’র সদস্য সুমন ইসলাম এবং জিন্নাত আলভি এর সঞ্চালনায় এবং সাবেক সভাপতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, ২২-২৩ অর্থবছরের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, সুবাসিত সদস্য রিফাত হাসান অর্ণব এবং হাসিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সুবাসিত সদস্যদের সংবর্ধনা উপলক্ষে ৩০ জন সুবাসিত সদস্যকে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

তারুণ্যের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল বলেন, “তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। তাই তারুণ্য সদস্যদের সুশৃঙ্খল সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে, দেশ ও জাতি গঠনে মানবিক গুনাবলী সম্পন্ন নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলতে এবং তারুণ্যকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি তাই সকলকের দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

নব-নির্বাচিত সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, “দীর্ঘদিন ধরে তারুণ্য তার জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা যেন তারুণ্য’র সকল সদস্যকে সাথে নিয়ে সেই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।