বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

বাগেরহাটে হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪১:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে চিকিৎসক ও কর্মচারীরা লাগাতর কর্মবিরতি পালন করেছেন। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে বের করে বেধড়ক মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কর্মবিরতি চলাকালে শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুরে একদল সন্ত্রাসী মোরেলগঞ্জ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা ও মারপিট করেছে। এ-ঘটনার পর থেকে চিকিৎসকরা লাগাতর কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের বিষয়টি দেখতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখসহ অন্যরা গা ঢাকা দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

বাগেরহাটে হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

আপডেট সময় : ০৭:৪১:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে চিকিৎসক ও কর্মচারীরা লাগাতর কর্মবিরতি পালন করেছেন। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে বের করে বেধড়ক মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কর্মবিরতি চলাকালে শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুরে একদল সন্ত্রাসী মোরেলগঞ্জ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা ও মারপিট করেছে। এ-ঘটনার পর থেকে চিকিৎসকরা লাগাতর কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের বিষয়টি দেখতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখসহ অন্যরা গা ঢাকা দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।