বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে চিকিৎসক ও কর্মচারীরা লাগাতর কর্মবিরতি পালন করেছেন। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।
মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে বের করে বেধড়ক মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। হামলাকারীদের গ্রেফতার করে শান্তির আওতায় না আনা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কর্মবিরতি চলাকালে শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুরে একদল সন্ত্রাসী মোরেলগঞ্জ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা ও মারপিট করেছে। এ-ঘটনার পর থেকে চিকিৎসকরা লাগাতর কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের বিষয়টি দেখতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখসহ অন্যরা গা ঢাকা দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।