শিরোনাম :
Logo শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির Logo সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে আটক করে বিজিবির হাতে দিল বিএসএফ Logo তরুণরাই দেশের রাজনৈতিক ভবিষ্যত পুনর্গঠন করবে : পররাষ্ট্র উপদেষ্টা Logo সিরাজগঞ্জে সড়কদ্বীপে আগাছা পরিস্কার Logo চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা Logo অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান হিরো মনির Logo কয়রায় সিপিপির আড়ালে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ Logo চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের যোগদান Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

চতুর্থ দিনই হারের শঙ্কায় পাকিস্তান!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৪:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইতিহাস বদলাতে চেয়েছিলেন মিসবাহ-উল হক। তবে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে একপ্রকার নির্ধারিতই হয়ে গেছে ম্যাচের ফল।

অস্ট্রেলিয়ার ৪২৯ রানের জবাবে গতকাল ১৪২ রানে গুটিয়ে যায় মিসবাহ-উল হকের দল। ফলোঅন না করিয়ে ৫ উইকেটে ২০২ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জিততে হলে বিশ্বরেকর্ড ভেঙে পাকিস্তানকে করতে হবে ৪৯০। প্রায় অসম্ভব সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭০ করেছে সফরকারীরা। অভাবিত কিছু না ঘটলে হারের শঙ্কা আজ চতুর্থ দিনই। তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১০ টেস্ট হারের লজ্জায় পড়বে তারা। ইতিহাস বলছে কোনো দল চতুর্থ ইনিংসে ১৫০ ওভার ব্যাট করতে পারেনি ব্রিসবেনে। ম্যাচ বাঁচাতে পাকিস্তানকে ব্যাট করতে হবে ২০০ ওভারেরও বেশি। আজ অবশ্য বৃষ্টির শঙ্কা আছে ব্রিসবেনে, যা কিছুটা স্বস্তির মিসবাহদের জন্য।দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চাপা পড়েছিল পাকিস্তান। ৪২৯ রানের জবাবে ৬৭ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের দৃঢ়তায় অলআউট হয়নি ১০০ রানের আগে। নবম উইকেটে দুজন গড়েন ৫৪ রানের জুটি। ৬৯ বলে ২১ করা আমিরকে গতকাল উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙেন জ্যাকসন বার্ড। দশম টেস্ট ফিফটি পাওয়া সরফরাজ আহমেদ অপরাজিত থাকেন ৫৯ রানে। রাহাত আলী রান আউট হলে পাকিস্তান গুটিয়ে যায় ১৪২ রানে। শেষ দুই জুটির অবদান ৭৫ রান, যা অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ।

সফরকারীদের ফলোঅন না করিয়ে স্মিথের দল খেলতে থাকে ওয়ানডে মেজাজে। ৩৯ ওভারে ৫ উইকেটে ২০২ করে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। উসমান খাজা ৭৪ ও স্টিভেন স্মিথ করেন ৬৩। এ নিয়ে একই টেস্টে স্মিথ সেঞ্চুরি ও ফিফটি করলেন সপ্তমবার। স্মিথের চেয়ে এই কীর্তিতে এগিয়ে কেবল জ্যাক ক্যালিস (১১), রিকি পন্টিং (১০), অ্যালান বর্ডার (৯) ও কুমার সাঙ্গাকারা (৯)। ৪৯০ রানের লক্ষ্যে ২ উইকেটে ৭০ করে দিন শেষ করেছে পাকিস্তান। আজহার আলী ৪১ আর ইউনিস খান অপরাজিত ০ রানে। ক্রিকইনফো

অস্ট্রেলিয়া : ৪২৯ ও দ্বিতীয় ইনিংস ৩৯ ওভারে ২০২/৫ ডি. (খাজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকোম্ব ৩৫*, ওয়ার্নার ১২; রাহাত ২/৪০, আমির ১/৩৭)।

পাকিস্তান : ৫৫ ওভারে ১৪২ (সরফরাজ ৫৯*, সামি ২২, বাবর ১৯, আমির ২১; স্টার্ক ৩/৬৩, হ্যাজেলউড ৩/২২, বার্ড ৩/২৩) ও দ্বিতীয় ইনিংস ৩৩ ওভারে ৭০/২ (আজহার ৪১*, সামি ১৫, বাবর ১৪; স্টার্ক ১/২৮, লিয়ন ১/১৩)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির

চতুর্থ দিনই হারের শঙ্কায় পাকিস্তান!

আপডেট সময় : ১১:০৪:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ইতিহাস বদলাতে চেয়েছিলেন মিসবাহ-উল হক। তবে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে একপ্রকার নির্ধারিতই হয়ে গেছে ম্যাচের ফল।

অস্ট্রেলিয়ার ৪২৯ রানের জবাবে গতকাল ১৪২ রানে গুটিয়ে যায় মিসবাহ-উল হকের দল। ফলোঅন না করিয়ে ৫ উইকেটে ২০২ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জিততে হলে বিশ্বরেকর্ড ভেঙে পাকিস্তানকে করতে হবে ৪৯০। প্রায় অসম্ভব সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭০ করেছে সফরকারীরা। অভাবিত কিছু না ঘটলে হারের শঙ্কা আজ চতুর্থ দিনই। তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১০ টেস্ট হারের লজ্জায় পড়বে তারা। ইতিহাস বলছে কোনো দল চতুর্থ ইনিংসে ১৫০ ওভার ব্যাট করতে পারেনি ব্রিসবেনে। ম্যাচ বাঁচাতে পাকিস্তানকে ব্যাট করতে হবে ২০০ ওভারেরও বেশি। আজ অবশ্য বৃষ্টির শঙ্কা আছে ব্রিসবেনে, যা কিছুটা স্বস্তির মিসবাহদের জন্য।দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চাপা পড়েছিল পাকিস্তান। ৪২৯ রানের জবাবে ৬৭ রানে হারিয়ে ফেলে ৮ উইকেট। সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের দৃঢ়তায় অলআউট হয়নি ১০০ রানের আগে। নবম উইকেটে দুজন গড়েন ৫৪ রানের জুটি। ৬৯ বলে ২১ করা আমিরকে গতকাল উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙেন জ্যাকসন বার্ড। দশম টেস্ট ফিফটি পাওয়া সরফরাজ আহমেদ অপরাজিত থাকেন ৫৯ রানে। রাহাত আলী রান আউট হলে পাকিস্তান গুটিয়ে যায় ১৪২ রানে। শেষ দুই জুটির অবদান ৭৫ রান, যা অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ।

সফরকারীদের ফলোঅন না করিয়ে স্মিথের দল খেলতে থাকে ওয়ানডে মেজাজে। ৩৯ ওভারে ৫ উইকেটে ২০২ করে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। উসমান খাজা ৭৪ ও স্টিভেন স্মিথ করেন ৬৩। এ নিয়ে একই টেস্টে স্মিথ সেঞ্চুরি ও ফিফটি করলেন সপ্তমবার। স্মিথের চেয়ে এই কীর্তিতে এগিয়ে কেবল জ্যাক ক্যালিস (১১), রিকি পন্টিং (১০), অ্যালান বর্ডার (৯) ও কুমার সাঙ্গাকারা (৯)। ৪৯০ রানের লক্ষ্যে ২ উইকেটে ৭০ করে দিন শেষ করেছে পাকিস্তান। আজহার আলী ৪১ আর ইউনিস খান অপরাজিত ০ রানে। ক্রিকইনফো

অস্ট্রেলিয়া : ৪২৯ ও দ্বিতীয় ইনিংস ৩৯ ওভারে ২০২/৫ ডি. (খাজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকোম্ব ৩৫*, ওয়ার্নার ১২; রাহাত ২/৪০, আমির ১/৩৭)।

পাকিস্তান : ৫৫ ওভারে ১৪২ (সরফরাজ ৫৯*, সামি ২২, বাবর ১৯, আমির ২১; স্টার্ক ৩/৬৩, হ্যাজেলউড ৩/২২, বার্ড ৩/২৩) ও দ্বিতীয় ইনিংস ৩৩ ওভারে ৭০/২ (আজহার ৪১*, সামি ১৫, বাবর ১৪; স্টার্ক ১/২৮, লিয়ন ১/১৩)।