আটদিন শিথিল থাকবে লকডাউন, প্রজ্ঞাপন কাল

  • আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস রোধে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে আটদিন চলমান লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।

সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে স্বাস্থ‌্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। এ সময় খুলে দেওয়া হতে পারে দোকানপাট ও শপিংমল। সরকারি-বেসরকারি সব অফিস আগের মতোই বন্ধ রাখা হতে পারে।

সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার থেকে ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, টিকিট মিলবে অনলাইনে।

করোনাভাইরাস রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আটদিন শিথিল থাকবে লকডাউন, প্রজ্ঞাপন কাল

আপডেট সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুলাই ২০২১

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস রোধে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে আটদিন চলমান লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।

সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে স্বাস্থ‌্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। এ সময় খুলে দেওয়া হতে পারে দোকানপাট ও শপিংমল। সরকারি-বেসরকারি সব অফিস আগের মতোই বন্ধ রাখা হতে পারে।

সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার থেকে ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, টিকিট মিলবে অনলাইনে।

করোনাভাইরাস রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।