কুষ্টিয়ায় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

0
27

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাহিনুর ইসলাম সাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত শাহিনুর ইসলাম সাবু কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার আছির উদ্দিনের ছেলে। তিনি যশোর সিটি ব্যাংকে চাকরি করতেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জুলহাস জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সাবু যশোর থেকে মোটর-সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায়  একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।