শিরোনাম :
Logo খুলনা বিশ্ববিদ্যালয়ে কুকুরের স্পে-নিউটার ও টিকাদান কার্যক্রম শুরু! Logo সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ! Logo চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত “হ্যাচ ফ্যাচ” নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার Logo আলোচিত তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক আর নেই! Logo ‘সাংবাদিকদের টাকা-মোবাইল দেয় শিক্ষকরা’ কুবি উপাচার্যের এমন মন্তব্যে শিক্ষকদের বিরূপ প্রতিক্রিয়া Logo সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত Logo ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ Logo ইবিতে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলভার জুবিলী উদযাপন Logo খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা Logo প্রেরণার আলো ছড়ালো ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠান

আলমডাঙ্গায় ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে ১৩০ বস্তা চাল আত্নসা‌তের অ‌ভি‌যোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৮১৪ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপ‌জেলার জেহালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী দরিদ্র নারীদের ১৩০ বস্তা চাল আত্মসাতের অভিযােগ উঠেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চাল সংশ্লিষ্ট দফতর থেকে চাল উত্তোলন করা হয়ে থাকলেও কার্ডধারী নারীরা ওই চাল পাননি বলে অভিযােগ উঠেছে। প্রায় এক বছর আগের ওই চাল কেন কার্ডধারী দরিদ্র নারীদের দেয়া হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 

 

এদিকে ভিজিডি কার্ডগুলাে নিজ নিজ হাতে রাখার নিয়ম থাকলেও কার্ডগুলাে নারীদের হাতে দেয়া হয় না । সেগুলাে ইউনিয়ন পরিষদের এক মহিলা মেম্বারের কাছে জমা করে রাখা হয়েছে। 

 

অভিযােগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন এলাকার ১০৬ জন দুস্থ নারীর নামে ভিজিডির কার্ড আছে। প্রতি মাসে এই কার্ডধারী নারীরা ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন । এদের নামে ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্ডগুলাে বরাদ্দ দেয়া হয়। এসব নারী দুই বছর ধরে প্রতিজন ৩০ কেজির এক বস্তা করে চাল পেয়ে থাকেন। কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১০৬ বস্তা চালের কোনাে হদিস মিলছে না। ওই মাসে ভিজিডি কার্ডধারী কোনাে নারী চাল পাননি। 

 

অভিযােগ উঠেছে চাল তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রােকন অনিয়মের আত্মসাৎ করেছেন। যার যার ভিজিডি কার্ড তার তার হাতে না রেখে চেয়ারম্যান ওইসব কার্ড একজন মহিলা মেম্বারের তত্ত্বাবধানে রেখে দিয়েছেন বলেও অভিযােগকারীরা জানান। বিষয়টি খতিয়ে দেখে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সেপ্টেম্বর মাসের চাল প্রদানের ব্যবস্থা করবে বলে দুস্থ নারীরা আশা করেন। 

 

এ ব্যাপারে জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রােকন বলেছেন , ভিজিডি কার্ডধারীরা দুই বছর ধরে প্রতিজন মাসে এক বস্তা করে চাল পাবেন । যে মাসের চাল দেয়া হয়নি পরবর্তীতে তা ভজিয়ে দেয়া হবে ।   # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কুকুরের স্পে-নিউটার ও টিকাদান কার্যক্রম শুরু!

আলমডাঙ্গায় ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে ১৩০ বস্তা চাল আত্নসা‌তের অ‌ভি‌যোগ

আপডেট সময় : ১২:৪১:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপ‌জেলার জেহালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী দরিদ্র নারীদের ১৩০ বস্তা চাল আত্মসাতের অভিযােগ উঠেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চাল সংশ্লিষ্ট দফতর থেকে চাল উত্তোলন করা হয়ে থাকলেও কার্ডধারী নারীরা ওই চাল পাননি বলে অভিযােগ উঠেছে। প্রায় এক বছর আগের ওই চাল কেন কার্ডধারী দরিদ্র নারীদের দেয়া হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 

 

এদিকে ভিজিডি কার্ডগুলাে নিজ নিজ হাতে রাখার নিয়ম থাকলেও কার্ডগুলাে নারীদের হাতে দেয়া হয় না । সেগুলাে ইউনিয়ন পরিষদের এক মহিলা মেম্বারের কাছে জমা করে রাখা হয়েছে। 

 

অভিযােগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন এলাকার ১০৬ জন দুস্থ নারীর নামে ভিজিডির কার্ড আছে। প্রতি মাসে এই কার্ডধারী নারীরা ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন । এদের নামে ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্ডগুলাে বরাদ্দ দেয়া হয়। এসব নারী দুই বছর ধরে প্রতিজন ৩০ কেজির এক বস্তা করে চাল পেয়ে থাকেন। কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১০৬ বস্তা চালের কোনাে হদিস মিলছে না। ওই মাসে ভিজিডি কার্ডধারী কোনাে নারী চাল পাননি। 

 

অভিযােগ উঠেছে চাল তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রােকন অনিয়মের আত্মসাৎ করেছেন। যার যার ভিজিডি কার্ড তার তার হাতে না রেখে চেয়ারম্যান ওইসব কার্ড একজন মহিলা মেম্বারের তত্ত্বাবধানে রেখে দিয়েছেন বলেও অভিযােগকারীরা জানান। বিষয়টি খতিয়ে দেখে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সেপ্টেম্বর মাসের চাল প্রদানের ব্যবস্থা করবে বলে দুস্থ নারীরা আশা করেন। 

 

এ ব্যাপারে জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রােকন বলেছেন , ভিজিডি কার্ডধারীরা দুই বছর ধরে প্রতিজন মাসে এক বস্তা করে চাল পাবেন । যে মাসের চাল দেয়া হয়নি পরবর্তীতে তা ভজিয়ে দেয়া হবে ।   # #