নবীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় অর্থদণ্ড

0
30

সুমন আলী খাঁন : করোনা পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। বাইর বের হলে মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনাও জারি করেছে সরকার। সরকারী নির্দেশনা অমান্য করলে করা হচ্ছে জরিমানা। ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে নবীগঞ্জ পৌর শহরের শেরপুর রোড এলাকায় মাস্ক পরিধান না করায় ৬ জন ব্যক্তিকে ১২০০ টাকা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ১ টি  ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা সহ মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।