নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দৈনিক খবর-এর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর অফিস প্রধান সাংবাদিক মেহের আমজাদের স্ত্রীসহ দুজনের ওপরে হামলা চালোনো হয়েছে। আহত সাংবাদিক মেহের আমজাদের স্ত্রী বেদনা খাতুন ও তাঁর ভাই শামসুল হক ওরফে কাকাকে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বামনপাড়া গ্রামের ইসাহাক মীরের ছেলে জুয়েল (৩৫), আলম মীরের ছেলে হুদা (৫৫) ও মোকসেদ মীরের ছেলে হারু মীরের (৪৬) সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকাররীরা লাঠি সোটা, সাবল ও হাসুয়া নিয়ে বেদানা খাতুন ও শামসুল হকের ওপর হামলা চালায়। এ ঘটনায় শামসুল হক ওরফে কাকা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেছে। যার মামলা নম্বর ১৩। মামলার বাদী ও তাঁর স্বজনেরা জানান, আসামিরা প্রাণে মেরে ফেলার হুমকি অব্যাহত রেখেছে।














































