শিরোনাম :
Logo সমন্বয়ক পরিচয়ে প্রাণনাশের হুমকির’ অভিযোগ- অভিযুক্তের অস্বীকার Logo শেরপুরে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আগুনে রান্না করছেন স্থানীয়রা! Logo ধৈর্যের মূর্ত প্রতীক: শাহাদত হোসেন বিপ্লব Logo কালিবাড়ি মোড়ে ‘কাশমিরী সুইটস এন্ড লাইভ বেকারী’র শুভ উদ্বোধন! Logo জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা Logo ইবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ক্যাম্পাস ২০২৫’ Logo ১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত Logo বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচীর কর্মকর্তা বৃন্দ অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে সংবাদ সম্মেলন করেছেন Logo জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

শৈলকুপায় জ্বীনে ধরা ভন্ড কবিরাজের কান্ডে এলাকাজুড়ে চলছে তোলপাড়!

  • আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • ৭৮৯ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় এক ভন্ড কবিরাজের কান্ডে এলাকাজুড়ে চলছে তোলপাড়। ছেলেকে সুস্থ্য করতে তিন বৎসর প্রবাসির স্ত্রীকে ধর্ষন করে ভিডিও ধারণ করে তার নিকট থেকে হাতিয়ে নেয়া ২লাখ টাকা স্বার্ণালঙ্কার ও ৩টি ছাগল ফেরৎ চাইলে কবিরাজ ভিডিও ফাঁস করার হুমকি দিলে প্রবাসির স্ত্রী জেলার হরিনাকুন্ডু থানায় অভিযোগ করেন। এঘটনা জানাজানি হওয়ার পরে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার  কালা পাহাড়িয়া গ্রামের নূরুল ইসলাম (প্রবাসী) এর স্ত্রী চায়না খাতুন (৪০) তার ছোট ছেলে আকাশ (১৮) মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিভিন্ন সময়ে কবিরাজের দ্বারস্থ হন। এমতাবস্থায় চায়না খাতুনকে তাহার ছেলের জ্বীনের আছর আছে বলে শৈলকুপার দেবীনগর মাইলমারী গ্রামের আমজাদ মোল্ল্যার ছেলে ভন্ড কবিরাজ নবী মোল্ল্যা (৪০) চায়না খাতুনের ছেলেকে সুস্থ করে দেওয়ার কথা বলে আনুমানিক তিন বৎসর যাবৎ বিভিন্ন সময়ে প্রবাসীর স্ত্রী চায়না খাতুনকে একাধিক বার ধর্ষন সহ নগদ দুই লক্ষ টাকা (২,০০,০০০/-),৩টি ছাগল, সহ স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৪০০০০ চল্লিশ হাজার টাকা। চায়না খাতুনের কাছ থেকে প্রতারক কবিরাজ নবী মোল্ল্যাকে উক্ত সম্পদ লুফে নেওয়ার পরে তার ছেলে সুস্থ না হওয়াই সে ভন্ড কবিরাজ নবী মোল্ল্যার কাছে টাকা ফেরৎ চাইলে নবী চায়না বেগমের কাছে উল্টা এক লক্ষ টাকা দাবি করছে যদি টাকা না দেয় তাহলে চায়না বেগমের সাথে অনৈতিক ও কুরুচিপূর্ণ  কাজের ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দিবে মর্মে সাফ জানিয়ে দিলে অবশেষে চায়না বেগম হরিনাকুন্ডু থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে চায়না বেগমের ধর্ষন করা ভিডিও ধারণ ও ছবি ডিলেট করার শর্তে ঘটনার সমাধান হয়েছে মর্মে সাংবাদিকদের জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমন্বয়ক পরিচয়ে প্রাণনাশের হুমকির’ অভিযোগ- অভিযুক্তের অস্বীকার

শৈলকুপায় জ্বীনে ধরা ভন্ড কবিরাজের কান্ডে এলাকাজুড়ে চলছে তোলপাড়!

আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় এক ভন্ড কবিরাজের কান্ডে এলাকাজুড়ে চলছে তোলপাড়। ছেলেকে সুস্থ্য করতে তিন বৎসর প্রবাসির স্ত্রীকে ধর্ষন করে ভিডিও ধারণ করে তার নিকট থেকে হাতিয়ে নেয়া ২লাখ টাকা স্বার্ণালঙ্কার ও ৩টি ছাগল ফেরৎ চাইলে কবিরাজ ভিডিও ফাঁস করার হুমকি দিলে প্রবাসির স্ত্রী জেলার হরিনাকুন্ডু থানায় অভিযোগ করেন। এঘটনা জানাজানি হওয়ার পরে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার  কালা পাহাড়িয়া গ্রামের নূরুল ইসলাম (প্রবাসী) এর স্ত্রী চায়না খাতুন (৪০) তার ছোট ছেলে আকাশ (১৮) মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিভিন্ন সময়ে কবিরাজের দ্বারস্থ হন। এমতাবস্থায় চায়না খাতুনকে তাহার ছেলের জ্বীনের আছর আছে বলে শৈলকুপার দেবীনগর মাইলমারী গ্রামের আমজাদ মোল্ল্যার ছেলে ভন্ড কবিরাজ নবী মোল্ল্যা (৪০) চায়না খাতুনের ছেলেকে সুস্থ করে দেওয়ার কথা বলে আনুমানিক তিন বৎসর যাবৎ বিভিন্ন সময়ে প্রবাসীর স্ত্রী চায়না খাতুনকে একাধিক বার ধর্ষন সহ নগদ দুই লক্ষ টাকা (২,০০,০০০/-),৩টি ছাগল, সহ স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৪০০০০ চল্লিশ হাজার টাকা। চায়না খাতুনের কাছ থেকে প্রতারক কবিরাজ নবী মোল্ল্যাকে উক্ত সম্পদ লুফে নেওয়ার পরে তার ছেলে সুস্থ না হওয়াই সে ভন্ড কবিরাজ নবী মোল্ল্যার কাছে টাকা ফেরৎ চাইলে নবী চায়না বেগমের কাছে উল্টা এক লক্ষ টাকা দাবি করছে যদি টাকা না দেয় তাহলে চায়না বেগমের সাথে অনৈতিক ও কুরুচিপূর্ণ  কাজের ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দিবে মর্মে সাফ জানিয়ে দিলে অবশেষে চায়না বেগম হরিনাকুন্ডু থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে চায়না বেগমের ধর্ষন করা ভিডিও ধারণ ও ছবি ডিলেট করার শর্তে ঘটনার সমাধান হয়েছে মর্মে সাংবাদিকদের জানান।