নিউজ ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু এবং ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৩ জন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।