মেহেরপুরের গাংনী ডিসি ইকোপার্ক এ ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

0
46

নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকোপার্ক (ভাটপাড়া) এ সরকারি নির্দেশনা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
সোমবার বিকেলে ৬ জনের কাছ থেকে চার হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।
জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলো- মদনা ডাঙ্গা গ্রামের শারজান আলীর ছেলে রুবেল (২২) এক হাজার টাকা, গাংনী বাজারের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা (২০) দুই হাজার টাকা, মাইলমারি গ্রামের সাহাজুলের ছেলে শাকিব (২০) ৫০০ টাকা, মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে ইসমাইল (২২) ২০০ টাকা, মদনের ছেলে রনি শেখ (৩০) ২০০ টাকা, এবং গোলজার হোসেনের ছেলে লিটন (২৫) কে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।