ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত ফরিদপুরে মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত হোসেন (৭৫) নামে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঈদের দিন শনিবার রাতে তিনি মারা যান। বেলায়েত হোসেন ঝিনাইদহ জেরা শহরের নতুন কোর্টপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।

বেলায়েত বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। এরপর করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। তার শরীরে করোনা পজিটিভ হয়। কোভিড-১৯ রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলেও তিনি বাড়িতেই চিকিৱসা নিচ্ছেলেন। ঈদের দিন তথা শনিবার শারীরিক অবস্থার অবনিত হয়। তাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। এরপর নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে মারা যান তিনি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমান জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৯৮৩ জন। ঝিনাইদহ সদর উপজেলায় ৪৬১, শৈলকূপায় ১১৫, হরিণাকুণ্ডুতে ৪০,কালীগঞ্জে ২৬৪, কোটচাঁদপুরে ৬৯ এবং মহেশপুর উপজেলায় ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৪ জন। এই মুহূর্তে কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত ফরিদপুরে মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক: ঝিনইদহে করোনায় আক্রান্ত হয়ে বেলায়েত হোসেন (৭৫) নামে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঈদের দিন শনিবার রাতে তিনি মারা যান। বেলায়েত হোসেন ঝিনাইদহ জেরা শহরের নতুন কোর্টপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।

বেলায়েত বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। এরপর করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন। তার শরীরে করোনা পজিটিভ হয়। কোভিড-১৯ রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হলেও তিনি বাড়িতেই চিকিৱসা নিচ্ছেলেন। ঈদের দিন তথা শনিবার শারীরিক অবস্থার অবনিত হয়। তাকে সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। এরপর নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯টার দিকে মারা যান তিনি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয় তাকে।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যগণের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমান জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৯৮৩ জন। ঝিনাইদহ সদর উপজেলায় ৪৬১, শৈলকূপায় ১১৫, হরিণাকুণ্ডুতে ৪০,কালীগঞ্জে ২৬৪, কোটচাঁদপুরে ৬৯ এবং মহেশপুর উপজেলায় ৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৪ জন। এই মুহূর্তে কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন।