চড়া দাম-কৃত্রিম সংকট নিরসনে মাঠে থাকবে মনিটরিং টিম

0
10

চুয়াডাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা
নিউজ ডেস্ক:আগামী সাত মে থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। মাসজুড়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা আহ্বান করা হয়। সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ গত বছরের সভার সিদ্ধান্ত ও জাতীয় কর্মসূচী উপস্থাপন করেন।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, পৌর প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুসহ জেলার সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, খতিব, মুসুল্লি ও ব্যবসায়ীরা।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের সঙ্গে মিল রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে রয়েছে- রমজানের শুরুতে চুয়াডাঙ্গা শহরের সকল মসজিদে একই সময়ে আযান ও তারাবি নামাজ। মাসজুড়ে রাত ৮টায় আযান ও সাড়ে আটটায় একযোগে এশা’র জামাত রাত পৌনে ৯টায় তারাবি নামায শুরু করতে হবে। তবে ২০ রমজানের পর থেকে পৌনে ৯টায় এশা’র নামায শুরু হবে।
এ ছাড়াও রমজান মাসে সকল প্রকার সিনেমার প্রচার (মাইকে/ব্যানারযোগে) বন্ধ থাকবে, ইংরেজি সিনেমাসহ ও বিজ্ঞাপনের কুরুচিপূর্ণ পোষ্টার প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ বন্ধ এবং কুরুচিকর পোষ্টার তুলে ফেলার নির্দেশ দেয়া হয়। হোমিওপ্যাথিক ও হারবাল সংক্রান্ত চিকিৎসা ও প্রচার শালীন ভাষায় পত্রিকায় প্রকাশ করার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়। বর্তমান ডিজিটাল যুগে সেহেরীর শুরুতে ও সেহেরীর শেষ সময়ে দল বেঁধে মাইকে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মহল্লায় মহল্লায় বিচ্ছিন্নভাবে সেহেরীর সময়ে অনেক আগে থেকে একাধিক দল গান গেয়ে সেহরী খাওয়ার জন্য রোজাদারদের জাগিয়ে তোলেন। এতে রোজাদারসহ জনসাধারন বিরক্ত ও অস্বস্তিবোধ করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ করা হয়। চাঁদাবাজি বন্ধসহ জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রন থাকে সে বিষয়ে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা সতর্ক রাখার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়।
এদিকে, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। অতিরিক্ত মুনাফাকারী এবং কৃত্রিমসংকট সৃস্টিকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে কাজ হয় না। তাই ইসলামী মুল্যবোধ প্রয়োগ করে নৈতিক ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে অনুরোধ করা হয়। প্রয়োজনে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার জন্য সকল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। রমজান মাসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মনিটরিং টিম মাঠে থাকবে।
এ ছাড়াও সকল প্রকার হোটেল, রেস্তোরা ও খাবারের দোকানে দিনের বেলায় রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য বন্ধ রাখতে এবং বিশেষ প্রয়োজনে পর্দার ব্যবস্থাসহ পরিচালনার নির্দেশ দেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত প্রথম ৬ রমজান পর্যন্ত প্রতিদিন দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তীতে প্রতি রমজানে ১ পারা খতম তারাবি পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পুস্তকসমুহ ৩৫% কমিশনে বিক্রি করা করা হবে বলে জানান ইফা-চুয়াডাঙ্গার উপ-পরিচালক। তিনি যাকাতের অর্থ সরকারী যাকাত ফান্ডে জমা দেয়ারও অনুরোধ জানান।