নিউজ ডেস্ক:
হংকংয়ের একটি হোটেলে সোমবার এক নারী কর্মী জানালা পরিস্কার করার সময় সেটি ভেঙ্গে নিচে মানুষের ভিড়ের মধ্যে পড়ে।
এতে জানালার কাচের আঘাতপ্রাপ্ত হয়ে এক পর্যটক মারা যায়।
এই ঘটনায় ওই কর্মীকে গ্রেফতার করা হলে মঙ্গলবার তাকে জামিনে মুক্তি দেয়া হয়। খবর এএফপি’র।
তদন্ত কর্মকর্তারা এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
পুলিশ জানায়, ২৪ বছর বয়সী ওই নারী পর্যটক চীনের মূল ভূখ-ের বাসিন্দা ছিলেন। মিরা হোটেল থেকে ১৭ তলার ওই জানালাটি ভেঙ্গে ব্যস্ততম বাজার এলাকা সিম সা সুইয়ের রাস্তায় পড়ে। ওই চীনা যুবতীকে দ্রুত হাসাপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি।
ওই যুবতীর এক বন্ধুও জানালার আঘাতে সামান্য আহত হয়েছে। ঘটনার পর পুলিশ ওই হোটেলের ক্লিনারকে গ্রেফতার করে।
সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা চ্যান কা-ইং সাংবাদিকদের বলেন, হোটেলের ওই জানালাটি শুধুমাত্র বিশেষ চাবি দিয়েই খোলা যায়। স্টাফরা ছাড়া কেউ জানালাটি খুলে না।